Header Ads

বাংলদেশে হিন্দু বিরোধী বিদ্বেষ চলছে, প্রাক্তন সেনা কর্তার দাবি চারদিনের মধ্যে কলকাতা দখল করে নেবে

অমল গুপ্ত ,কোলকাতা :প্রতিবেশী বন্ধু রাষ্ট্র   বাংলা  দেশ গঠনে  ভারত লাখ লাখ সেনা দিয়ে প্রাণ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল।আজ সেই বাংলাদেশ শত্রু পাকিস্থানের, চীনের মদত নিয়ে ভারতের বিরুদ্ধে হুংকার দিচ্ছে   জামাত আর মৌলবাদী  জঙ্গিরা বাংলদেশে রাজ করছে।।অকৃতজ্ঞ  বাংলদেশ হাস্যকর দাবি ,তারা নাকি কলকাতা  দখল করবে। আরও দাবি আমেরিকা দখল করতে সময় লাগবে না।দুই প্রাক্তন সেনা কর্তার দাবি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের তির্যক মন্তব্য" পিপীলিকার  পাখা গজায় মরিবার তরে ". কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম  মিশ্রি বাংলদেশে সফরের আগে ইউনূস সরকার অসম সহ উত্তর পূর্বের  সাত  রাজ্যে ইন্টারনেট সেবা কর্তন করে ভারত বিরোধী   প্রস্তাব গ্রহণ করেছেন। সেদেশে হিন্দু নারীদের নিরাপত্তা নেই বিজেপি প্রতিবাদ করছে না। কেন্দ্রীয় সরকার চুপ। পশ্চিমবঙ্গে মোমবাতি অমিল বাজারে পাওয়া যাচ্ছে না।তথাকথিত বুদ্ধি জীবীরা  মেরুদন্ড টি সস্তা  তে বিক্রি করে দিয়েছে।সোজা ভাবে দাঁড়াবার ক্ষমতা হারিয়েছে। হিন্দু নারী নির্যাতন দেখেও চুপ। পশ্চিমবঙ্গ বাসী বাঙালি কিনা ।  পশ্চিমবঙ্গ সীমান্তে হাজার হাজার হিন্দুজনগোষ্ঠী ভারতে ঢোকার জন্যে আন্দোলন করছেন।রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ  আজ  ইউনূস কে জরুরি পত্র দিয়ে  চিন্ময় কৃষ্ণ দাস কে অবিলম্বে মুক্তি ও হিন্দু নির্যাতন বন্ধের দাবি জানান। আজ বি এন পি নেতা শুধু কলকাতা নয় বাংলা বিহার উড়িষ্যার দখলের  দাবি জানান।  গত ১৩ দিন ধরে হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ জেল বন্দি অবস্থায় আছেন।যে ধর্মগুরু  বাংলদেশে   ২ কোটি হিন্দুকে একজোট করার প্রয়াস চালিয়েছেন। পৃথক হিন্দু দেশ গড়ার কথা বলেছিলেন।  ইসকন নেতার জামিন দাবি করায় ১৬৪ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.