বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতন অব্যাহত
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে বাংলাদেশে নির্মমভাবে সংখ্যালঘু নির্যাতন, হিন্দু গনহত্যা, হিন্দু নারী নির্যাতন, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, আমাদের পবিত্র ভারতীয় পতাকার অবমাননা, হিন্দু মঠ, মন্দির ধ্বংসের প্রতিবাদে এবং ইস্কন এর প্রতীবাদী সাধু মান্যবর চিন্ময় স্বামী কে অন্যায়ভাবে গ্রেফতার ও বিনাবিচারে জামিন নামঞ্জুর ,এর প্রতিবাদে --
আগামী ৯ ডিসেম্বর '২৪ সোমবার (২৩ অগ্রহায়ণ)
সচেতন নাগরিক মঙ্চ, কান্দি পক্ষ থেকে কান্দি S.D.O.সাহেবের কাছে গনডেপুটেশন দেওয়া হবে।
দল,মত,পন্থ নির্বিশেষে সকল সনাতনী মানুষ, আশ্রম,মঠ, মন্দির,আখরা, ক্লাব, প্রতিষ্ঠান এর কাছে বিনীত অনুরোধ রাখছি ঐদিন সকাল ১১টায় কান্দি বাসস্ট্যান্ড পাখিমারা ডোব থেকে শান্তি পূর্ণ পদযাত্রা করে মাননীয় SDO সাহেবের মাধ্যমে ভারত সরকারের কাছে গনডেপুটেশন দেওয়ার জন্য সকলের সঠিক সময়ে উপস্থিতি প্রার্থনা করি।
কোন মন্তব্য নেই