Header Ads

এক কলমির পরিচয়

           | |এক কলমীর পরিচয় | |
                   তপন দাস ।
ইদানিংকার নবীন লেখকরা 'এককলমী '
তো ছাড় এই ছদ্ম নামের আড়ালের
মানুষটার নামই হয়তো শোনেননি । এক
এক সময় যুগান্তর পত্রিকায় ' এককলমী '
ছদ্ম নামে রঙ্গরসিকতায় শ্লেষাত্মক কলাম লিখতেন- পরিমল গোস্বামী I তিনি সেই
কলামে এমন ভাবে লিখতেন যে , সে সব
পড়ে পাঠকরা যুগান্তরের সম্পাদকের
চোদ্দ গুষ্ঠি উদ্ধার করে ছাড়তেন।
একদিন এক ষন্ডামার্কা যুবক যুগান্তরের
পত্রিকা অফিসে ঢুকে, না চেনা- সেই
পরিমল গোস্বামীকেই জিজ্ঞেস করল,     'আচ্ছা, এককলমী লোকটি কে বলুনতো ?
ব্যটাকে একটু রগড়ে দিতে হবে 'I
পরিমল জিজ্ঞেস করলেন,-" কেন ?
লোকটার অপরাধ কী " ?
..... " লোকটা এমন লিখতে আরম্ভ করেছে
যে , পড়লে আপাদ মস্তকে জ্বালা ধরে যায়,
ঘাড়ে দু-চারটে রদ্দা মারলে তবেই শিক্ষা
হবে । আপনি শুধু আমাকে নামটা বলুন,
তারপর দেখছি " ।
গোস্বামী প্রথমটায় ঘাবড়ে গেলেও সামলে নিয়ে বললেন,-" এককলমী বলে নির্দিষ্ট কেউ নাই । এককলমী নামের আড়ালে
অনেকেই এই কলামে লেখেন " I
রাগান্বিত যুবকটি জানতে চায়, " গত
রবিবারেরটা কে লিখেছিলেন ? আর তার
আগের সপ্তাহেরটাই বা কার লেখা ছিল " ?

পরিমল গোস্বামী সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তার
সঙ্গে জবাবে বললেন,- " এ সপ্তাহেরটা ছিল
কলকাতার পুলিশ-কমিশনারের, আর তার
আগেরটা, ব্যয়ামবীর বিষ্ণুচরণ ঘোষের
লেখা" ।
শুনে যুবকটির চোখে মুখে একটা চুপসে
যাওয়া ভাব ফুটে উঠল । আর কথা
না বাড়িয়ে সে দ্রুত পত্রিকা দপ্তর থেক বেড়িয়ে গেল । এককলমী পরিমল 
গোস্বামীও হাঁফ ছেড়ে বাঁচলেন I
                      👊

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.