Header Ads

বাংলদেশে লাগাতার হিন্দু নির্যাতন চলছে,পাশে পাকিস্থান , ইউনূস চুপ

অমল গুপ্ত ,কলকাতা :  ১৯৭১  সালে বাংলা দেশের স্বাধীনতা তরান্বিত করতে  লাখ লাখ হিন্দু প্রাণ আহুতি  দিয়েছিল ,১৭ হাজার ভারতীয় সেনা প্রাণ দেন , দুলাখের বেশি বাঙালি হিন্দু মহিলা ধর্ষিত হয়েছিল।  ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী সক্রিয় হয়ে  সেই স্বাধীনতা কে তরান্বিত  করেছিলেন।  সেই অকৃতজ্ঞ   বাংলদেশে সেই  বাংলদেশে স্থায়ী নাগরিক , জন্ম কর্ম  আকাশ বাতাস বাংলদেশে সেই হিন্দুদের অত্যাচার করছে।অকৃতজ্ঞ  বাংলাদেশ   ।অন্তবর্তী প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস বলেছেন"  অত্যাচার হচ্ছে তাই নাকি  জানি না তো !" সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন বাংলদেশে জামাত, জেহাদি    জঙ্গী সব অবৈধ মুসলিম হিন্দুদের মন্দির ভাঙছে লুটপাট চালাচ্ছে ধর্ষণ করছে হিন্দু মহিলাদের।  গতকাল হিন্দু জাগরণ মঞ্চের নেতা  প্রান্ত দাস  এর মা ৫০ বছরের মহিলা কে হত্যা করা হয়েছে।খাগড়া ছাড়ি  জেলার   এই বাঙালি বধু চুমকি নাথ  কে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে।  সর্বদলীয় বৈঠকে বিশিষ্ট কবি ফার হাদ আহ্জার   জানতে চান ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস কে মুক্তি দেওয়া হচ্ছে  না কেন।নেত্রকোনা কালীমন্দির আগুন লাগানো হচ্ছে সুনাম গঞ্জ এ মন্দির ভাঙ্গা হচ্ছে। রাজশাহী, খুলনা, চট্রগ্রাম ইত্যাদি জেলাতে  হিন্দুদের উপর লাগাতার    অত্যাচার চলছে। ভারত সরকার বিজেপি   চুপ। বাংলদেশে ঘটনা   আর্ন্তজাতিক রূপ নিচ্ছে বলে    মনে করেন   প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী  বলেন আমেরিকা ব্রিটেন  প্রতিবাদ হচ্ছে ।ভারতে সাংসদ চলছে কোনো আলোচনা হচ্ছে না। সিপিএম গতকাল কলকাতায় প্রতিবাদ মিছিল বার করে হিন্দু নির্যাতনের  প্রতিবাদ করে।  ঢাকা তে গত রাতে ইসকনের মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে।ইসকনের মন্দির জ্বালিয়ে  লক্ষ্মী  নারায়ণ মূর্তি ভেঙে ফেলার অভিযোগ এসেছে।  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর অধ্যক্ষ অনুপম সেন সহ কয়েকজন আজ  বাধ্য হয়ে  পদ ত্যাগ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.