বাংলদেশে বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের পাশে দাঁড়ালেন শেখ হাসিনা, বাঙালি হিন্দু হত্যায় উদ্বেগ প্রকাশ
অমল গুপ্ত ,কোলকাতা: , বাংলদেশে প্রায় দুসপ্তাহ হচ্ছে ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস জল বন্দি হয়ে আছেন।চট্রগামের জেলে বন্দি চিন্ময় কৃষ্ণ দাস বাংলদেশে দারিদ্রপীড়িত হিন্দুদের আর্থিক সাহার্য্য দিয়ে তাদের মুসলিম ধর্মান্তরিত বন্ধ করতে সক্রিয় ভূমিকা গ্রহণ করে ছিলেন ।তারপর থেকে তিনি উগ্র মৌলবাদীদের মুখপাত্র মহাম্মদ ইউনূস সাহেবদের টার্গেট হয়ে পড়েন। গতকাল লন্ডন থেকে এক ভিডিও বার্তায় হাসিনা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন সেখানে জঙ্গি মৌলবাদীদের রাজ চলছে।হাজার হাজার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা হয়েছে।মন্দির গির্জা ধ্বংস চলছে।ইউনূস সায়েব পরিকল্পিত ভাবে ছাত্র সমাজকে হত্যা করে তার বদনাম করে তাকে হটানো হয়েছিল। বলেন চিন্ময় কৃষ্ণ কে কেন আটকে রেখা হয়েছে।কেন জামিনদার আইন জীবি দিতে পারছেন না।সরকার তো আইনজীবী দেবে। জামিনের পক্ষে দাঁড়ানো ১৬৪ জন আইন জীবি বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করেছে ইউনূস সরকার।এই প্রথম রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মাথ বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে ইউনূস সরকারকে জরুরি চিঠি পাঠান।
কোন মন্তব্য নেই