অস্ট্রেলিয়া তে মোবাইল ব্যবহার করতে পারবে না কিশোর
১৬ বছরের কম হলে সমাজমাধ্যমে নয়
১৬ বছরের কমবয়সিরা অষ্ট্রেলিয়ায় আর সমাজমাধ্যম ব্যবহার করতে পারবে না এমনই সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। বৃহস্পতিবার অষ্ট্রেলিয়ার সেনেটে এই সংক্রান্ত বিলটি আইন হিসেবে পাশ হয়েছে। প্রসঙ্গত বাচ্চাদের সমাজমাধ্যমে নিষেধাজ্ঞা নিয়ে এই প্রথম কোনও দেশ আইনি পদক্ষেপ করল।
শুক্রবার জানানো হয়েছে আগামী বছর জানুয়ারি থেকে এই ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে এবং এক বছরের মধ্যে তা পুরোপুরি কার্যকর করা হবে।
এই নতুন আইনে বলা হয়েছে ১৬ বছরের কমবয়সিদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব সংশ্লিষ্ট সমাজমাধ্যমে সংস্থার। তাই আগামী দিনে ১৬ বছরের কমবয়সিরা সমাজমাধ্যম ব্যবহার করলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে এবং তাদের বিপুল আর্থিক জরিমানা দিতে হবে।
কোন মন্তব্য নেই