বাংলা দেশে চরম হিন্দু বিদ্বেষ ,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে গণ প্রহার
অমল গুপ্ত ,৫ ডিসেম্বর কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ :বাংলদেশ ভারতীয় পোশাক পরিচ্ছদ বর্জনের ডাক দিয়েছে।গ্রামে, জেলাতে হিন্দুদের উপর ওপর চরম অত্যাচার চলছে। গোপালগঞ্জ হাটে বাজারে মহিলাদের প্রবেশ নিষেধ করা হয়েছে। বাংলদেশে জামাত, মৌলবাদী তালিবানি শক্তি দুষ্কৃতী চক্র হিন্দুদের মন্দির ঘর বাড়ি ভাঙছে ।পাকিস্থান চীনের মদত আছে বলে দাবি করা হচ্ছে।বাংলদেশে নেপাল থেকে বিদ্যুৎ, পাকিস্থান থেকে চিনি আমদানি করছে বলে খবর পাওয়া গেছে।দেশে হিন্দুরা বিপন্ন।ভারত বন্ধু মুজিবর রহমানের ছবি থাকা নোট সরিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সচিব সফরের আগে হিন্দুবিদ্বেষ বন্ধ হচ্ছে না কলকাতার পথে সনতানীরা পথে নেমেছে।। কার্তিক মহারাজের প্রশ্ন প্রধান মন্ত্রী আজও চুপ কেন।ব্রিটেন আমেরিকা নিন্দা করেছে।আগামী কাল শৌর্য দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী।
কোন মন্তব্য নেই