ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ জেলেই ,শুনানিতে ৫১ জন আইনজীবী দাঁড়াতেই পারলেন না,এক আইনজীবী হাসপতালে , চেম্বার ভাংচুর
অমল গুপ্ত , কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: বাংলদেশে ইসকন এর ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হল না । এক মাসের সময় বেড়ে গেল ।জামিন চেয়ে ৫১ জন আইন জীবি আবেদন করার অপরাধে আইনজীবীদের ঘরবাড়ি ভাংচুর করা হয়।৭০ জন আইন জীবীর বিরুদ্ধে পাল্টা মামলা করেছে ইউনূস সরকার। এক আইনজীবী আই আই সি ইউ তে ভর্তি। ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস অভিযোগ করেন যেসব আইনজীবী জামিনের আবেদন জানাচ্ছে তাদের মারধোর করা হচ্ছে। এদিকে আগরতলা র বাংলদেশে সহকারী হাই কমিশন কার্য্যালয়ে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে হামলা হয় বলে এভিযোগ এসেছে।।কার্যালয় বন্ধ করা হয়েছে বলে এবিপি আনন্দ সূত্রে জানা গেছে।বাংলদেশে প্রতি জেলাতে মৌলবাদীরা ঘরবাড়ি আক্রমণ চালাচ্ছে ।জামাত মৌলবাদীদের সঙ্গে সন্ত্রাসবাদী দুষ্কৃতীদের এই হামলা সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে।
নীলফামারী উপ জেলা সুনাম গঞ্জ সহ বাংলাদেশের অধিকাংশ জেলাতে হিন্দুদের উপর হামলা চলছে বলে এপারে অভিযোগ আসছে। পশ্চিমবঙ্গের প্রতিবাদ তো নেই ,ভারত সরকার সম্পূর্ণ নিরবতা অবলম্বন করেছে। একপক্ষীয় ভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সংসদে বাংলদেশে হিন্দু নির্যাতন অভিযোগ করে পশ্চিম বঙ্গে বাংলাদেশী সঙ্গে রোহিঙ্গা অনুপ্রবেশ কারীরের লাগাতার আসার অভিযোগ করেন। বাংলদেশে সেনা পুলিশ নীরব দর্শক ।শান্তির নোবেল পাওয়া মহম্মদ ইউনূস সায়েব বাংলদেশে হিন্দু নির্যাতন বন্ধে ব্যাবস্থা নিচ্ছেন না। এই ঘটনায় কি পাকিস্থানের হাত আছে ? এমন প্রশ্ন উঠেছে।কলকাতার হিন্দু সম্প্রদায়ের মেরুদন্ড হীন মানুষ কিন্তু চুপ । আগরতলা দূতাবাস হামলায় ভারত সরকার দুঃখ প্রকাশ করেছে। কিন্তু বাংলদেশে ঘটনায় কোনো দেশ দুঃখ প্রকাশ করেনি। তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ ব্যানার্জী হিন্দু নির্যাতনের প্রতিবাদ করে বলেছেন ভারত সরকার নির্বিকার চুপ। ঢাকার প্রথম আলো বাংলা দৈনিক ভিডিও প্রকাশ করেছে দেখা যাচ্ছেদুই পুরুষ বাঙালি মহিলাকে বেদম পেটাচ্ছে । বাজার গুলিতে হিন্দু মহিলাদের যেতে দেওয়া হচ্ছে না ।নামাজের সময় ব্যবসা বন্ধ রাখার হুমকি দেওয়া হচ্ছে।কলকাতায় প্রতিবাদ নেই।দিল্লির জামা মসজিদ এক কড়া বার্তায় বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রতিবাদ করেছে।জেলায় বেছে বেছে হিন্দুদের উপর হামলা চলছে। আগুন লাগানো হচ্ছে।জামা মসজিদের ইমাম শাহী ইমাম বুখারী নিন্দা করে বলেছেন মুসলিম ধর্মে হিন্দুদের উপর অত্যাচার করার নজির নেই। ভারত সেবাশ্রম সংঘের পক্ষে কার্তিক মহারাজ অভিযোগ করেন পাকিস্থান এই ঘটনার উস্কানি দিচ্ছে ।কার্তিক মহারাজ অভিযোগ করেন জেলায় জেলায় মৌলবাদীরা হিন্দুদের উপর হামলা চালাচ্ছে। ভারতে আসতে চান নিপিড়িত হিন্দুদের এই রাজ্যে আসার অনুমতি দেওয়া উচিত। বর্ডার খুলে দেওয়া উচিত।প্রধান মন্ত্রীকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি কার্তিক মহারাজের। ব্রিটেন বাংলদেশে না যাওয়ার জন্যে নিষেধ করেছে।বাংলদেশে ইসকনের গরু থাকার জায়গা আক্রমণ করে দুষ্কৃতীরা গরুগুলোকে ওপর নির্যাতন করা হচ্ছে।
কোন মন্তব্য নেই