Header Ads

কলকাতায় প্রকৃতির শোধনাগার

প্রকৃতির শোধনাগার 
 দেবদূত ঘোষ ঠাকুর
কলকাতার পূর্ব দিকটায় আছে একটা বিশাল জলাশয়। নাম পূর্ব কলকাতা জলাভূমি। এই জলাভূমি তার অনন্য বাস্তুতন্ত্রের স্বীকৃতি হিসেবে 'রামসার' আন্দোলনের শরিক নির্বাচিত হয়ে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছে। কিন্তু এই বাস্তুতন্ত্র কে বাঁচানোর কোনও প্রয়াস আমাদের। কেন এই বাস্তুতন্ত্র অনন্য আজ শুনব সেই কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.