Header Ads

মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান রাম দাস সেনের জন্মোৎসব উদযাপন

আজ মুর্শিদাবাদ জেলার কৃতি সন্তান
বহরমপুরবাসী প্রত্নতাত্ত্বিক রামদাস সেনের
জন্ম দিবস উপলক্ষ্যে তাঁকে স্মরণ ও শ্রদ্ধা 
নিবেদন ...........
                     তপন দাস ।
""""""""""""""""""""""""''""""'""""""""""""""""""""
রামদাস সেন ১৮৪৫ সালে ১০ ই ডিসেম্বর
মুর্শিদাবাদের বহরমপুর শহরে জন্ম গ্রহন করেন । বাড়িতেই তিনি বাংলা ও ইংরাজী
পড়া শোনা করেন, কারণ তাঁর তিন বছর
বয়সেই পিতৃবিয়োগ হয় । কবিতা লিখতে 
ও পড়তে ভাল বাসতেন । ১৬ বছর বয়সেই
সংবাদ প্রভাকর পত্রিকায়, কুসুম মালা, কবিতা লহরী, রত্নরহস্য, প্রভৃতি গ্রন্থাবলী প্রকাশিত হয় । বঙ্কিমচন্দ্র সেই সব রচনার
প্রভুত প্রশংসা করেন I বঙ্কিমচন্দ্র তাঁর
' কমলা কান্তের দপ্তর ,' রামদাস সেনকে
উৎসর্গ করেন।
তিনি ভারতীয় পুরাতত্ত্ব বিষয়ে যে উল্লেখযোগ্য কাজ করে গেছেন, "ক্যালকাটা রিভিউ "পত্রিকা লিখেছে,- ডাঃ
রাজেন্দ্র লাল মিত্র ছাড়া গোটা দেশে আর কেউ তাঁর সমকক্ষ নন " । তিনি
বঙ্কিম চন্দ সম্পাদিত ' বঙ্গদশর্ন ' ছাড়াও
' নবদিগন্ত ', 'নব্যভারত' ' এ্যান্টি কোয়ারি '
প্রভৃতি পত্রিকায় নিয়মিত প্রবন্ধ লিখতেন।
        বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে উত্তর
পশ্চিম কোনে রামদাস সেনের একটি
আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তিটি
তৈরী করেছেন, ইতালীয় ভাস্কর Signor
Rondoni . তখনকার ভারতের ছোটলাট
এর আবরন উন্মোচন করেন।
                       ****

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.