সন্দীপ ঘোষের প্রতি সরকারের নরম মনভাব
সন্দীপের নামে চার্জশিটে রাজ্যের সম্মতি মেলেনি
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পেশ করা সিবিআইয়ের চার্জশিটে এখনও পর্যন্ত সম্মতি দেয়নি রাজ্য। সূত্রের খবর সিবিআইয়ের তরফে রাজ্যের কাছে এ বিষয়ে অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সম্মতি মেলেনি বলে জানা গিয়েছে।
শুক্রবার সন্দীপ-সহ পাঁচ জন অভিযুক্ত এবং কয়েকটি সংস্থার বিরুদ্ধে ৮০ পাতায় চার্জশিট জমা দিয়েছে সিবিআই। তবে আইনজীবীদের একাংশের কথায় সন্দীপ ঘোষ সরকারি আধিকারিক। সুতরাং সন্দীপের বিরুদ্ধে চার্জশিট পেশ করার জন্য আইনত রাজ্য সরকারের সম্মতির প্রয়োজন। চার্জশিটের ক্ষেত্রে ওই সম্মতি না থাকলে বিচারক চার্জশিট গ্ৰহন না করতে পারলে পারেন। চার্জশিট আদালত গ্ৰহন না করলে মামলার চার্জ গঠন ও বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে দেরি হতে পারে বলে আইনজীবীদের একাংশের মতামত। আজ সোমবার আর জি করের আর্থিক দুর্নীতির মামলায় আলিপুর সিবিআই বিশেষ আদালতে প্রক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ পাঁচ জন অভিযুক্তকে পেশ করা হবে। পাশাপাশি আর জি করের পড়ুয়া চিকিৎসককে অধ্যক্ষ সন্দীপ এবং পালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও আজই শিয়ালদহ অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হবে।
কোন মন্তব্য নেই