Header Ads

আমেরিকার এফবিআইয়ের প্রধান কাশ্যপ


এফবিআইয়ের প্রধান কাশ্যপ 
 

 এফবিআইয়ের নতুন ডিরেক্টর হচ্ছেন কাশ্যপ পটেল। শনিবার আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভারতীয় বংশোদ্ভুত নাম সুপারিশ করেছেন।
   শনিবার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট তাঁর নিজস্ব সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ  লেখেন গর্বের সঙ্গে ঘোষণা করছি যে এফবিআইয়ের নতুন ডিরেক্টর হচ্ছেন কাশ্যপ কাশ পটেল। কাশ্যপ এক জন তুখোড় আইনজীবী ও অত্যন্ত দক্ষ তদন্তকারী। আমেরিকাকে প্রথম করার যে লড়াই আমরা চালাচ্ছি সেই লড়াইয়ের অন্যতম দক্ষ যোদ্ধা তিনি। বহু দিন ধরে তিনি দুর্নীতি দমন ন্যায়ের পক্ষে লড়াই এবং আমেরিকার মানুষকে রক্ষা করে চলছেন।
   কাশ্যপের জম্ম ১৯৮০ সালে নিউ ইয়র্কে। তিনি যে তাঁর ভারতীয় ও হিন্দু পরিচয় নিয়ে গর্বিত প্রকাশ্যে তা বহু বার বয়সি এই আইনজীবী। তাঁর বাবা-মা ভারত ছেড়ে প্রথমে আফ্রিকা ও পরে কানাডায় কিছু দিন বসবাস করেছেন। তার কানাডা থেকে আমেরিকায় আসেন তাঁরা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.