বাংলদেশে হিন্দু নির্যাতন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে প্রতিবাদ মিছিল
নয়া ঠাহর, কান্দি , সংবাদদাতা : বিএন পি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অমানবিক আক্রমণ, হত্যা লীলা, নারী ধর্ষণ সম্পত্তি লুঠ, ঠাকুর দেবতার মুর্তি ভাঙচুর, ভারতীয় পতাকার অবমাননা, সাধু সন্তানের উপর বর্বরোচিত আক্রমণ করেও রাষ্ট্র কর্তৃক তাদের ই আবার জেলেপুরে বিনাবিচারে আটকে রাখার প্রতিবাদে হিন্দু সংগঠন গুলি একত্রে আজ কান্দি শহরে মহা মিছিল আয়োজন করে। মিছিল শেষে কান্দি S.D.O র কাছে গনডেপুটেশন দেওয়া হয়, সেখানে সংগঠক দের মধ্যে চন্দন সিনহা,প্রনয় রায় প্রভৃতি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন,যে প্রতিবেশী বাংলাদেশে আজ যা নৃশংস ঘটনা ঘটেছে তাতে মুর্শিদাবাদ জেলার হিন্দুরা যেহেতু সংখ্যালঘু তাই তাদেরকে বেশি করে একতাবদ্ধ হতে হবে।
কোন মন্তব্য নেই