Header Ads

কান্দি শহরে তারাপিঠের আদলে মা তারা মূর্তি বসলো

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার  কান্দি শহরে  এখন থেকে অন্যতম দ্রষ্টব্য স্থান। হবে   তারাপীঠ এর  আদলে  মাতারা মূর্তি । সুদূর রাজস্থান থেকে মার্বেল পাথরের এই মূর্তির সঙ্গে  ডাকিনী, যোগিনী,  বামা ক্ষেপা ও শিয়াল  মূর্তি গড়ে নিয়ে আসা হয়েছে বলে তারা মা তারা  কমিটির   পক্ষে কান্দি পুরসভার পৌরপতি জয় দেব ঘটক জানান।তিনি এই প্রতিবেদককে  আজ জানান এই অপুর্ব সুন্দর  মা তারার মূর্তি গড়তে প্রায় ৮লাখ টাকা ব্যয় হয়েছে
গত ২৯ নভেম্বর  তৃনমূল দলের  বিধায়ক অপুর্ব সরকার আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেন।  কান্দি  শহরে   হোমের বিখ্যাত মেলার পর কান্দি সিনেমা কলেজ এলাকার  মাতারা মেলায় নতুন আকর্ষণ বৃদ্ধি  নতুন সংযোজন নতুন মাত্রা পেয়েছে। এই মেলা উপলক্ষে বিশেষ আকর্ষণ শিল্প প্রদর্শনী , ছাত্রসমাজের সুন্দর সব ছবি স্থান করে দেওয়া হয়েছে। মেলা কদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.