Header Ads

শান্তির নোবেল পুরস্কার পাওয়া ইউনিস সরকার হিন্দুদের অত্যাচার করছে বিশ্বজুড়ে প্রতিবাদ

অমল গুপ্ত ২ডিসেম্বর , ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ :  বাংলদেশে হিন্দুদের লাগাতার অত্যাচার চলছে।রাধারমন দাস ইসকনের ভাইস প্রেসিডেন্ট অভিযোগ করেন বাংলদেশে"  সংখ্যালঘু হিন্দুদের  মুসলমান রা  লাগাতার আক্রমণ চালাচ্ছে।"  মুসলিম জনগোষ্ঠীর মধ্যে থেকেও একাংশ  হিন্দু -মুসলিম সম্প্রীতির ডাক দিয়েছে।।পশ্চিমবঙ্গের  মুসলিম দের  একাংশ  বাংলদেশে হিন্দুরা অত্যাচারিত হতে  দেখেও  চুপ করে আছে। ইজরায়েল,  ইউক্রেনে অত্যাচারিত মুসলিম ছাত্রদের  সাহায্যের দাবিতে পশ্চিম বঙ্গের  সরকার  এবং এই রাজ্যের একাংশ মুসলিম দের  সরব  হতে দেখা গিয়েছিল।কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুদের উপর অত্যাচার চলছে। কোথায় প্রতিবাদ?  পেট্রাপোল সীমান্তে আজ  সন্ন্যাসীদের জমায়েত ডাক দেওয়া হয়েছ। রাম মন্দিরের মুখ্য পূজারী এই সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  হস্তক্ষেপ দাবি করেন।   সন্ন্যাসীদের অভিযোগ বাংলদেশে হিন্দু শূন্য রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে।বিজেপি আজ সীমান্ত অবরোধের ডাক দিয়েছে। জেলে বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের কাছে ঔষধপত্র খাবার পৌঁছুতে গেলে চার সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে।  মৌলবাদী সন্ত্রাসীদের  মদত দিচ্ছে ইউনিস সরকার বলে অভিযোগ এসেছে।  বাংলাদেশকে ভারত বিদ্যুৎ সরবরাহ করছে চুক্তি হয়েছে ।কিন্তু এখন ইউনিস সরকার নেপালের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছে।শত্রু দেশ পাকিস্থানের সঙ্গে ব্যবসা তে নেমেছে। নয়াদিল্লি  চাপে পড়ে ভারতকে শান্তি বার্তা দিয়ে বাংলদেশে সরকার বলেছে ভারতের কোন ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার উদ্দেশ্যে  নেই   ইউনিস সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ব  বিধান সভায় বাংলদেশে ঘটনায় ভারতীয়দের উপর অত্যাচারের ঘটনায় নিন্দা করে বাংলদেশে শান্তি বাহিনী পাঠানো জন্যে ভারত সরকারের কাছে আবেদন করেন।আজ বাংলদেশে সীমান্ত পেট্রাপোল সীমান্তে  উপস্থিত থেকেশুভেন্দু  শুভেন্দু অধিকারী  ব্যবসা বন্ধের দাবি জানান। সনতানীদের বিশাল বিক্ষোভ মিছিল বেরিয়েছিল।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.