Header Ads

অসমে পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন , শিলাদিত্য মত কমলাক্ষ অবস্থা হবে?

অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা:   অসমের রাজনীতিতে সবচেয়ে বিশিষ্ট লড়াকু ব্যক্তিত্ব প্রাক্তন বিজেপি  বিধায়ক শিলাদিত্য দেব তার মত ইংরাজি ভাষণ দেবার  ক্ষমতা খুব কম ব্যক্তির আছে।তাকে মন্ত্রীরের লাভ দেখিয়ে  বসিয়ে রাখা হল।   বাঙালি হিন্দুদের ভাষিক সংখ্যালঘু বোর্ডের  সভাপতি পদে বসানো হয়েছে। ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সরকার মত  অবস্থা। বাজেটে টাকা পয়সা নেই। একই অবস্থা হবে কংগ্রেস দলের  বিধায়ক   কমলাক্ষ  পুরকায়স্থ । মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  তার ভাল বন্ধু। কংগ্রেস দলকে দুর্বল করতে তাকে ব্যবহার করা হয়েছে।অসম বিধানসভায় দেখেছি  কমলাক্ষ  খুব ভাল ভূমিকা বরাকের বিদ্যুৎ ,বরাকের রাস্তা ঘাট সব ক্ষেত্রে  তার উজ্জ্বল ভূমিকা ।হিমন্ত বিশ্ব শর্মার উচিত ছিল   তাকে মন্ত্রী পদে বসিয়ে পুরস্কার দেওয়া    টা করা হলনা। মন্ত্রী পদে বসে কৌশিক রাই    আর কৃষ্ণেন্দু পালের  সফলতা নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হবে 
 তো।,?বরাক বাংলাভাষা শহীদের রক্তস্নাত পবিত্র জমি সে জমিতে দাঁড়িয়ে  বাংলাভাষায় শপথ গ্রহণ করা হলে  বাঙালি শহীদদের প্রতি সম্মান জানানো হত। কৌশিক রাই হিন্দি ভাষায় শপথ গ্রহণ করেন। নিজের মাতৃ ভাষায়  কথা বলা মৌলিক অধিকারের  মধ্যে পড়ে সেই প্রশ্ন এসে যায়। কোন প্রশ্ন না করেও বলা যায় বাংলায় শপথ নিলে কৌশিক বাবু ভাল করতেন।
 







কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.