Header Ads

অসমের বরাক উপত্যকার মহাসড়ক দশকেও সম্পূর্ণ হল না,অভিযোগ সুস্মিতার

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ : অসমের বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা নিয়ে রাজ্যসভায় সুস্মিতা দেব উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন একটি অঞ্চলের উন্নয়ন নির্ভর করে  যোগাযোগ ব্যবস্থার উপর।বরাকের প্রস্তাবিত শিলচর মহাসড়ক  ২০ বছর  থেকে পড়ে আছে। সম্পূর্ণ হল না।ওখানকার বৃষ্টি ভূমিকম্প প্রবণ নরম মাটি তাই পাহাড় লাইন ধসে পরে।ট্রেন বন্ধ থাকে  লঙ্কা হয়ে বিকল্প রেল রুটের  প্রস্তাব কার্যকরী করার দাবি জানান। ডেপুটি চেয়ারম্যান হরিবংশের  পৌরহিত্য অনুষ্ঠিত রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তৃনমূল সাংসদ সুস্মিতা দেব বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে কথা বলেন। অপরদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলং এর  বোরাপানি থেকে সোজাসুজি শিলচর  শহর প্রযন্ত নতুন সড়ক নির্মাণের প্রস্তাব দেন।প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার কথা বলেন। এই নতুন সড়কে গুয়াহাটি পৌঁছাতে ৪,৫ ঘণ্টা কমে যাবে বলে মুখ্যমন্ত্রী জানান।











কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.