বরাকের দুই সাংবাদিক হিমশিস ভট্টাচার্য ,সংবাদিক ম হুয়া চৌধুরী সাহিত্যিক পেনশর পাবেন
অমল গুপ্ত ,কোলকাতা : বরাকের দুজন মন্ত্রিত্ব পাওয়ার পর দুই সাংবাদিক এবার সাহিত্যিক পেনশন পাবেন। বিশিষ্ট সাহিত্যিক হোমেন বর গোহাই স্মরণে এই পুরস্কার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমশিস একজন অবসরপ্রাপ্ত স্টেট ব্যাংক অফিসার খুব ভাল গল্প লেখেন। সাহিত্যিক হিসাবে পুরস্কার পাবেন।গুয়াহাটি বিশ্ব বিদ্যালয় এ এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। মোট ৩১ জনকে সাহিত্যিক পেনশন দেওয়া হবে।
কোন মন্তব্য নেই