Header Ads

বুধ বার আগরতলা- আখাউড়া পর্যন্ত আওয়ামী লীগের লং মার্চ ,তিনলাখ রিস্কো কোলকাতা দখল করতে আসবে

অমল গুপ্ত ,কোলকাতা :কেন্দ্রীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি র  র মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরেও বাংলদেশে র জঙ্গি ভারত বিরোধী দল সংগঠনের লাগাতার   ভারত বিরোধী জিগির  তোলা বন্ধ হয়নি। বুধবার  বাংলদেশে র  তিন লাখ    রিস্কা কোলকাতা অবরোধ করতে আসছে। ইউনূসের সঙ্গে বৈঠকের পরেও বাংলদেশ আভ্যন্তরীণ সমস্যা বলে উড়িয়ে দিচ্ছে। পাকিস্থান চিন পর্যন্ত বাংলদেশে ক্ষেত্রে  হস্তক্ষেপ করছে। ভারতের মত শক্তিশালী দেশকে হুমকি  বাংলদেশে মত দুর্বল   দেশ যাদের স্বাধীনতা এনে দিয়েছে ভারত। বাংলদেশে  হাজার সমস্যা  আর্থিক ভাবে দুর্বল তারা ভারতকে হুমকি দিচ্ছে।তারা অসম ত্রিপুরা সহ উত্তর পূর্বের  সাত  রাজ্যে দখলের হুমকি দিয়েছেন।যাদের জন্যে  বাংলদেশে স্বাধীনতা এলো সেই বাংলদেশে ভারত  বিরোধী  জিগির বন্ধ হয়নি। এবার মৌলবাদীরা অসম ত্রিপুরা  মিজোরাম , সহ সাত রাজ্যে দখল করবে। চার সাত রাজ্যের ২১ কিলোমিটার  চার হাজার কিলোমিটার ব্যাপী অঞ্চল দখল করবে ইসলামিক মৌলবাদী  রা। ।বাংলদেশে মুজিব কে বাদ দিয়েছে এবার জয় বাংলা জাতীয় স্লোগান বাতিল করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় এখন পর্যন্ত জয় বাংলা শ্লোগান দেন।বি এন পি আজ ত্রিপুরা আখাউড়া পর্যন্ত লং মার্চ করবে। হিন্দু দের বিরুদ্ধে ৮৮ টি হামলার ঘটনা ঘটেছে ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। আজও হামলা অব্যাহত আছে। ইসকনের ভক্ত হওয়ার অপরাধে এক যুবতী কে বিএসএফ  তুলে নিয়ে গেছে বলে  অভিযোগ এসেছে।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.