Header Ads

পশ্চিমবঙ্গ বাসী কি বাঙালি নয়? রবীন্দ্রনাথ কি তাদের কবি নন?

অমল গুপ্ত ,কান্দি জেল রোড   ১ ডিসেম্বর  ,মুর্শিদাবাদ: প্রতিবেশী পদ্মাপাড়ের দেশ বাংলদেশে বিশ্বকবি রবীন্দ নাথ ঠাকুর কে বদনাম করে আস্তাকুঁড়ে ফেলে দেবার চক্রান্ত চলছে,ভারতের জাতীয় পতাকা কে পদ দলিত করে অপমান করা হচ্ছে। বাংলা দেশে বাঙালি ভাষা কৃষ্টি সংস্কৃতির শিল্প প্রদর্শনী বন্ধ করে দেওয়া হচ্ছে।বাঙালি গর্ব জাতীয় সঙ্গীত কে অবমাননা করছে বাংলাদেশীরা. পশ্চিমবঙ্গের মুসলিম হিন্দু সম্প্রদায় কি বাঙালি নয়? তাদের কি রবীন্দ্র নাথ ?বিবেকানন্দ নয়? ,তবে কেন ঢাকা তে একই বাঙালির রক্ত ঝরলেও কলকাতার হিন্দু মুসলিম বাঙালি জনগোষ্ঠীর প্রতিবাদ নেই? তবে কি পশ্চিমবঙ্গ জনগোষ্ঠী বাংলদেশে র মত তালিবান আদলে মুসলিম মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়েছে। তবে ওপারে বাঙালির রক্ত ঝরলেও বাংলদেশে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল সম্পত্তি ফেলে কলকাতায়  এসে বা বিতাড়িত হয়ে এপারে নেতা মন্ত্রী সাহিত্যিক বুদ্ধি জীবি হয়ে পদ্মাপাড়ের অত্যাচারিত বাঙালিদের ভুলে গেলেন? রবীন্দ্র নাথ কে জাতীয় পতাকা কে অপমান করা সত্ত্বেও চুপ কো করে থাকবেন।নিজের জাতের রক্ত ঝরলেও চুপ থাকবেন এই রাজ্যের হিন্দু মুসলিম বাঙালি ?  তৃনমূল কে খুশি রাখতে  বাঙালি হিন্দু মুসলিম সব নিজের বিবেক  মানবতা কে জলাঞ্জলি দিল  ।১ ডিসেম্বর খবর বাংলদেশে হিন্দুদের মন্দিরে ভাঙচুর চলছে। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস জেলে বন্দী তার সেক্রেটারি সহ চারজন কে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে সব ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল অথচ বাংলদেশে ভারত বিরোধী হিন্দু বিরোধী আক্রমণ চলছে।অব্যাহত।মহাম্মদ ইউনিস হিন্দুদের নিরাপত্তা দিতে পারছে না।সম্পূর্ণ ব্যর্থ। ১০ কোটি র বেশি হিন্দু ছিল। আজ কমে সাত শতাংশ থেকে কিছু বেশি আছে।১কোটি ১৩ লাখ হিন্দু হারিয়ে গেছে। ১৯৭১ সালে মুক্তি লড়াই সময় ৩০ লাখ হিন্দু মুসলিম শহীদ হয়েছিল সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু জনগোষ্ঠীর মানুষ।আর দু লাখ বাঙালি হিন্দু মহিলা ধর্ষিত হয়েছিল। ভারত বাংলদেশে  সীমান্তে ২হাজার বেশি সীমান্ত  অনুপ্রবেশ  চলছে। অথচ স্বাধীনতা লড়াই প্রাণ আহুতি দেওয়া বাঙালি হিন্দুদের আবার অত্যাচার করা হচ্ছে।ইউনিস সায়েব নিষ্ক্রিয় ভাবে থেকে মজা দেখছেন। ইসকন মন্দিরে রবিবার ১ডিসেম্বর সারা বিশ্বে প্রার্থনা করবে  পরিস্থিতি যাতে উন্নত হয়।বাংলদেশে দারিপুরে ইসকন মন্দিরে সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে। চট্রগ্রামে আরো মন্দির জ্বালিয়ে দেওয়ার খবর এসেছে। মুন্নি সাহা নামে এক হিন্দু  সাংবাদিক কে হেনস্থা করার অভিযোগ এসেছে।ইসকনের সন্ন্যাসীদের ভারতে আসতে দিচ্ছে না। ৬৩ জন সন্ন্যাসীকে   আটকে রাখা হয়েছে। বেছে বেছে বাঙালি হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে । গঙ্গা পাড়ের মুসলিমরা প্রতিবাদ করছে না । 
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.