Header Ads

বাংলদেশে জেলে বন্দি ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের উপর হামলা হতে পারে আশঙ্খা ইসকনের

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ:  বাংলদেশে বন্দি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের পাঁচ দিন হল।সারা বিশ্বের ভক্তরা তার মুক্তির দাবি জানায়।রণধীর  জয়সয়াল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান বাংলদেশে হিন্দুদের জীবন সম্পত্তি  নিরাপত্তা নেই।তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব  সেই সরকারের।  বাংলাদেশে হিন্দুদের উপর  ওপর নির্যাতন বন্ধের দাবি জানান আই এস ইফের ।   দলটি বাংলদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা জানানোর পাশাপাশি সংখ্যা শুরু দের উচিত অত্যাচারিত সংখ্যালঘু দের রক্ষা করা বলে আবেদন করেছে।বাংলদেশে ভারতের জাতীয় পতাকা নষ্ট করার নিন্দা করে দলটি। হিন্দু বাঙালিদের উপর অত্যাচার  চলছে আর পশ্চিমবঙ্গের  হিন্দু জনগোষ্ঠি হিন্দু নেতা মন্ত্রীরা চুপ।   প্রতিবাদের সাহস দেখাতে পারছে না।   বাংলাদেশ কে কি তৃতীয় কোনো রাষ্ট্র সাহার্য্য করছে এইরকম অভিযোগ এসেছে।বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গ বাসী কি বাঙালি নন।তবে কেন বাংলদেশে বাঙালিদের দুর্দিনে দাঁড়াচ্ছেন না।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.