Header Ads

৩০ নভেম্বর গুয়াহাটি তে উত্তর পূর্বের হিন্দু সংগঠনগুলো বাংলাদেশ সহকারী হাই কমিশনের কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করবে

 নয়া ঠাহর ,গুয়াহাটি : সংবাদদাতা: গুয়াহাটি, ২৭ নভেম্বর:: নর্থ ইস্ট হিন্দু বেঙ্গলি ইউনাইটেড ফোরাম, সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশন, নাগাল্যান্ড লিঙ্গুইস্টিক মাইনোরিটিজ ফোরাম, বিটিআর বাঙালি যুবছাত্র ফেডারেশন সহ অন্যান্য বাঙালি সংগঠন মিলে একত্রিত ভাবে ধর্ণা কার্যসূচী পালন করবে। আগামি ৩০ নভেম্বর বেলা এগারোটায় গুয়াহাটিস্থ "বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাই কমিশন" অফিসের সামনে সংগঠন গুলি ধর্ণায় বসবে বলে জানা গেছে। সাম্প্রতিক মুহম্মদ ইউনুস বাংলাদেশের শাসন ক্ষমতায় আসার পর থেকে হিন্দু বাঙালি ও বৌদ্ধধর্মীয় মানুষের হত্যা, হিংসা, লুটতরাজ, অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশনের সভাপতি দীপক দে ও নর্থ ইস্ট হিন্দু বেঙ্গলি ইউনাইটেড ফোরামের মুখ্য আহ্বায়ক চিত্তরঞ্জন পাল এই প্রতিবাদী কার্যসূচীতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে সকল কে অনুরোধ জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.