Header Ads

প্রাক্তন আই জি পঙ্কজ দত্ত বারাণসী তে প্রয়াত

নয়া ঠাহর ,কোলকাতা:পশ্চিমবঙ্গের পুলিশের প্রাক্তন আই জি পি পঙ্কজ দত্ত আজ বারাণসী তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।৭৪ বছর বয়সী দত্ত ছিলেন  স্পষ্ট বক্তা ছিলেন।সরকারের নানা দূর্নীতি  নিয়ে এবিপি আনন্দের টক শো  তে বক্তব্য রেখেছিলেন। সরকার তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী কে তুলে নেওয়া হয়। পরে মামলা করে পান কলকাতার এক  থানা পুলিশ হেনস্থা করেন বলে অভিযোগ উঠেছে।বারাণসী হাসপাতালের ট্রমা সেন্টারে মারা যান আজ। পুলিশ রীতিমত হেনস্থা করে পুলিশ স্টেশনের বাইরে বসিয়ে রাখেন।তাকে জল খতে বা টয়লেট পর্যন্ত যেতে দেওয়া হয়নি। এই পদস্থ পুলিশ অফিসারকে। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.