Header Ads

শ্রীভূমি সাবেক করিমগঞ্জ শহরে বাংলদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বিশাল গণ মিছিল ,সিআর পি সি স্মারক পত্র

অমল গুপ্ত ,কান্দি জেল রোড , ৩০ নভেম্বর : বাংলদেশে লাগাতার হিন্দু নির্যাতন চলছে। অসমের বরাক উপত্যকার শ্রীভূমির সনাতনী ধর্মের হাজার হাজার প্রতিবাদী  মানুষ পথে নেমে প্রতিবাদ করেছে। নাগরিক অধিকার সুরক্ষা কমিটি  বাংলদেশে ডেপুটি হাই কমিশনারের হাতে স্মারক পত্র দিয়ে প্রতিবাদ করেছে।কমিটির সভাপতি নৃপেণ  সাহা সাধারণ সম্পাদক সাধন  পুরকায়স্থ , উপদেষ্টা আইনজীবী হাফিজ রশিদ আসহমেদ চৌধুরী পক্ষ থেকে স্মারক পত্র প্রদান করা হয়।শ্রীভূমির প্রতিবাদী মানুষ বিধায়ক কম লক্ষ পুরকায়স্থ প্রমুখের  তত্ত্বাবধানে একজোট হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.