পাথর বালি মিশ্রণ
দেবদূত ঘোষ ঠাকুর :পাথর, বালি ও মাটির মিশ্রণকে ধরে রেখেছে বরফের পুরু আস্তরণ। বরফের আস্তরণ গলে যেতেই ভেঙে গেল সেই বন্ধন। পাহাড়ে নামল ধস। তাই সঙ্গে করে নিয়ে গেল একটা আস্ত পাহাড়ি গ্রাম। আর ওই নুড়ি, বালি, মাটির মিশ্রণের মধ্যে থাকা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে এল হুস করে। বাতাসের তাপমাত্রা বাড়ল। বরফের আস্তরণ ভাঙার ধ্বংসলীলা ত্বরান্বিত হল। আসব শুনব সেই কাহিনী।
কোন মন্তব্য নেই