Header Ads

বাংলদেশে হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে, চট্রগ্রামে মন্দির ভাংচুর

অমল গুপ্ত , ৩০ নভেম্বর,কান্দি জেল রোড , মুর্শিদাবাদ: বাংলদেশে  ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস আজও চট্রগ্রামের জেলে বন্দি। কুমিল্লা ,ঢাকা,  চট্রগ্রাম  রংপুর ইত্যাদি জায়গায় হিন্দুদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চলছে। বাংলদেশে শুধু হিন্দু নন চট্রগামের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ দের উপর আক্রমণ চলছে বলে অভিযোগ আসছে।লন্ডনের টেমস নদী পারে ব্রিটেনে হিন্দু নির্যাতনের প্রতিবাদ হচ্ছে।আর পশ্চিমবঙ্গের গঙ্গা পারের বাঙালি হিন্দুদের  মেরুদন্ড নেই,  বাঙালি  বুদ্ধি জীবি ,বড় বড় লেখক সাহিত্যিক  কলকাতায়   মুখে কুলুপ এঁটে বসে বসে আছে।সিপিএম , সিপিআই, বাম ডান   সব বাঙালি  চুপ , অমর্ত্য সেনের মত মানুষ  বাংলাদেশে  বাঙালি হিন্দুদের  অবস্থান নিয়ে উল্টো কথা বলছেন। বাংলদেশে বাঙালি হিন্দুদের রক্ত ঝরছে।আর কলকাতার তথাকথিত বুদ্ধি জীবি    মুখ লুকোবার জায়গা পারছে না। মুখ্যমন্ত্রী বলছেন তাদের কথা বলার এক্তিয়ার নেই।কিন্তু  মানবিকতা , মূল্যবোধ , মনুষত্ব  সব কি জলাঞ্জলি দেওয়া হল ? পাশের  রাষ্টে একই বাঙালি হিন্দুদের রক্ত  ঝরছে । এর পরেও  কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতি আঁকড়ে থাকতে হবে। এই কেন্দ্রীয়   নেতা জহরলাল নেহেরু ,লাল বাহাদুর শাস্ত্রী , বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি , সংসদে বিবৃতি দিয়ে বাঙালি হিন্দুদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতে  অত্যাচারিত হয়ে চলে যাওয়া বাঙালি  হিন্দুদের  বনাফাইড  সিটিজেন হিসাবে গণ্য করে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সব সুরক্ষা দেওয়া হবে। আর আজকের বিজেপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ   প্রমুখ বাংলদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন না কেন? তার বদলে অসমে এন আর সি  রূপায়ণ করে ১৯ লাখ বৈধ ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়া হল। তথাকথিত ডিটেনশন ক্যাম্প নির্মাণ করে স্বাধীন ভারতের  নাগরিকদের জেলে পুরে রাখা হয়েছে । কলকাতার বাঙালিদের প্রতিবাদ কোথায়?   কারণ তাদের মেরুদন্ড  খানি ফেলে এসেছে। আজ ৬ দিন হল ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ  দাসকে জেলে আটক রেখা হয়েছে।ঠিক মত ঔষধ  ঠিক মত খাওয়া  না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ কের  ৩০ নভেম্বর খবর চট্রগ্রামের পটিইয়া উপজেলাতে মন্দির  ভাংচুর করার অভিযোগ এসেছে।।মহাম্মদ ইউনূস সরকার হাত গুটিয়ে বসে আছে। ইসকনের ২৭ টি ব্যাংক এক্যাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস কে দেশদ্রোহী বলে অভিযোগ করা হচ্ছে।   বাংলদেশে কি ভারতের বিরুদ্ধে   লড়াই করতে চাই? লালমনিরহাট অঞ্চলে ভারতের বিরুদ্ধে এয়ার বেস করতে চাইছে ।  ভারতের জাতীয় পতাকা  অবমাননা  করে হচ্ছে   বাংলা দেশে। বিরোধী দলপতি শুভেন্দু অধিকারী  ভিসা বন্ধের সঙ্গে ব্যবসা বন্ধের দাবি জানান।



























কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.