Header Ads

অসম নাগরিক সুরক্ষা কমিটি সংখ্যালঘু দের উপর নির্যাতনের নিন্দা করেছে

 নয়া ঠাহর ,শিলচর

সম্প্রতি বাংলাদেশে চলে থাকা ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বেছে বেছে  সংখ্যালঘু হিন্দুদের মন্দিরে আক্রমণ, অগ্নিসংযোগ, দোকানপাট লুটপাট ইত্যাদি সেই দেশের নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সরকার সেই পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে। আমরা পার্শ্ববর্তী দেশের নাগরিক হিসাবে এইসব ঘটনায় নীরব থাকতে পারিনা। সেখানকার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ,খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা গণতান্ত্রিক কিছু দাবি নিয়ে আন্দোলন করছে। কিন্তু সরকার সেই দাবি দাওয়ার প্রতি দৃষ্টি না দিয়ে দমন চালিয়ে যাচ্ছেন। গণতান্ত্রিক ভাবে সভা সমিতি করতেও বাধা দেওয়া হচ্ছে! বর্তমান সরকার মৌলবাদীদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয়তাবাদ, বাংলাদেশের সার্বভৌমত্ব এইসব যারা চ্যালেঞ্জ করছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি’ আসাম বাংলাদেশ সরকারের এই পক্ষপাতিত্ব মূলক আচরণের তীব্র নিন্দা করছি। আমরা চাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আইনের শাসন চালু হোক। সাথে সাথে আমরা ভারত সরকারকে অনুরোধ করছি, এই ব্যাপারে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করা যাতে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ হয়। আমরা খবরের কাগজে দেখলাম ইসকন নামক একটি ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। উপযুক্ত কারণ ছাড়া একটি ধর্মীয় সংগঠনকে এইভাবে নিষিদ্ধ করা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক। যারা দেশের জাতীয়তাবাদ জাতীয়তাবাদকে অস্বীকার করতে চায় আমরা সেই সব অপশক্তির তীব্র নিন্দা জানাচ্ছি, সেই সঙ্গে সরকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি কামনা করছি। ‘নাগরিক অধিকার রক্ষা কমিটি’ আসামের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক কিশোর ভট্টাচার্জী এক বিবৃতিতে এই কথাগুলো জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.