ভোটে পড়ে না দুর্নীতির ছাপ
ভোটে পড়ে না দুর্নীতির ছাপ, বার্তা
মহারাষ্ট্রের বিধানসভায় কংগ্রেসের ধূলিস্যাৎ হওয়া এবং পশ্চিমবঙ্গের ছ'টি উপনির্বাচনে ছক্কা হাঁকানোর পরে তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্য দুর্নীতির অভিযোগ আর ভোট জয়ের চাবিকাঠি হতে পারে না। তৃণমূল সূত্রের খবর শনিবার বিভিন্ন রাজ্যের ভোটের ফল প্রকাশের পরে রবিবার রাতে কংগ্রেসের এক শীর্ষ নেতাকে এ কথা জানায় তৃণমূল।
সূত্রের খবর সংসদ শুরু হওয়ার আগের রাতে অর্থাৎ রবিবার কংগ্রেসের এক শীর্ষ নেতা ফোন করেন তৃণমূলের এক সংসদীয় নেতাকে। বলেন আদানি ঘুষ-কাণ্ড এখন দেশের সবচেয়ে বড় বিষয়। এই বিষয়টিকে নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় সরকারকে কাঁপিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস তথা ইন্ডিয়া জোট। ওই কংগ্রেস নেতা তৃণমূলকেও এই বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে ঝাঁপতে আহান জানান। সূত্রের খবর তখনই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। আদানি- কাণ্ডকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত কোনও বিষয় বলেই মনে করছেন না তাঁরা। দুর্নীতি এমন কোনও বিষয় নয় যা ভোটে প্রভাব ফেলতে পারে।
কোন মন্তব্য নেই