Header Ads

হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী, ,জম্বু কাশ্মীর এ কংগ্রেস বিরোধী জোট জয়ী

নয়া ঠাহর ,কোলকাতা:হরিয়ানা এবং জম্ব্বু কাশ্মীর বিধানসভা নির্বাচনে ফল প্রকাশ     ।হরিয়ানা বিধানসভা    নির্বাচনে  বিজেপি  জয়ী।  বিজেপি  ৪৯টি আসনে জয়ী।।  কংগ্রেস ৩৬  । জম্মু কাশ্মীর  বিধানসভা   নির্বাচনে বিজেপি   ২৯  টি আসনে ,কংগ্রেসে  ৪৯   আসনে ,পি ডিপি ৩টি আসনে জয়ী।   হরিয়ানা তে বিজেপি হ্যাটট্রিক করে তিনবার জয়ী হলো।   কুস্তিবিদ  ফোগাত হরিয়ানা জয়লাভ করে চমক সৃষ্টি করেন।সরকারের এত অপমান এত লাঞ্ছনা র পর জিতে  গেছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.