শারদ উৎসব সেকাল একাল
শারদ উৎসব: সেকাল ও একাল
প্রদীপ দত্ত রায়
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে এক্ষেত্রে কেবল বাঙালির উৎসব বলে এর পরিসরকে ছোট করা যায় না। কারণ, ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বীদের অধিকাংশই এই দুর্গাপূজার সঙ্গে যুক্ত। তাই এই উৎসবকে জাতীয় উৎসব বলা হয়। দুর্গাপূজাকে শারদ উৎসব বলা হয়ে থাকে। শরৎকালে অনুষ্ঠিত বলেই এই উৎসবকে এই নামকরণ করা হয়।এই উৎসবের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতের অধিকাংশ মানুষই যুক্ত। উৎসবকে কেন্দ্র করে সাহিত্য রচনা যেমন হয়, তেমনি উৎপাদিত হয় পূজার নানা উপকরণ ,মন্ডপ শয্যার সামগ্রী, আলোকমালা ইত্যাদি। পূজার উপাচার তৈরী, আলোক মালা ও মন্ডপসজ্জার সঙ্গে নানা ধর্মের মানুষ যুক্ত রয়েছেন। দুর্গাপূজার সঙ্গে ধর্ম ,বর্ণ নির্বিশেষে মানুষের একটা পরোক্ষ যোগাযোগ রয়ে গেছে। ভারতের যে চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্য এটা দুর্গাপূজায় লক্ষ্য করা যায়। আজকাল তো এই পূজাকে কেন্দ্র করে বাণিজ্যের রমরমা। নানা প্রতিষ্ঠান এই সময় তাদের পণ্য মূল্যে ডিসকাউন্ট ঘোষণা করে বিক্রি বাড়িয়ে নেয়। পূজার সময় বোনাসের অর্থ পেয়ে অনেকেই এই সময়ে যানবাহনও কিনে থাকেন। যানবাহন সংস্থাগুলিও এই সময় আকর্ষণীয় ছাড় দিয়ে থাকে। আর নতুন বস্ত্র কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে, আজকাল অনেকেই অনলাইন শপিংয়ের মাধ্যমে সামগ্রী কিনে ফেলেন। ফলে চিরাচরিত প্রথায় যেসব বিপনী এতদিন বিক্রি বাট্টা করে আসছে তাদের কিছুটা হলেও বিক্রির পরিমাণ কমে যায়। পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে এসব তাদের মানিয়ে নিতে হচ্ছে। নতুন বস্ত্র কেনা সেকালের তথা হলেও একালেও সেটা বহাল রয়েছে।
কোন মন্তব্য নেই