পুজোর সময় নিহত ডাক্তরের মা ,বাবা সোদপুর বাড়ীর সামনে প্রদীপ জ্বালিয়ে অবস্থান ধর্মঘট করেন
অমল গুপ্ত ,কোলকাতা : গত ৯ আগস্ট কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া ডাক্তারকে সরকারি নিরাপত্তার ঘেরা টপে নৃশংস ভাবে হত্যা করা হয়। এই অভযার নৃশংস হত্যার প্রতিবাদে সারা বিশ্বে প্রতিবাদ ঝড় উঠে। ৫৫ দিন বাদ সিবিআই হাস্যকর চার্জ শিট জমা দেন।সেই রিপোর্টে আগে গ্রেফতার হওয়া সিভিক পুলিশ সঞ্জয় রায় কে অভিযুক্ত হিসাবে দাবী করা হচ্ছে।অথচ পোস্ট মর্টেম রির্পোটে একাধিক দুষ্কৃতী ধর্ষনের পর তার দেহে ২০০ গ্রাম বীর্য বা সিমেন ফেলে গেছে। একজন দুষ্কৃতী ৫ গ্রামের বেশি বীর্য হতে পারেনা বলে ডাক্তাররা অভিযোগ করেছেন। জুনিয়র ডাক্তারের হত্যা করে হাড়গোড় গুড়িয়ে দেওয়া হয়। চোখ ফুটে রক্ত বেরিয়েছে যৌনাঙ্গ রক্তাত্ব । সবকিছুতে ধোঁয়াশা সুপ্রিম কোর্ট ভয়ংকর পোস্টমর্টেম রিপোর্ট দেখে বিচলিত বোধ করেছেন। ৯আগস্ট ঘটনার পর পাঁচ দিন পর সিবিআই তদন্ত শুরু করে।এই গুরুত্বপূর্ণ সময়টুকু ধর্ষনের সব প্রমাণ লোপাট করা হয়েছে বলে ডাক্তাররা অভিযোগ করেছেন। সিবিআই ও একই অভিযোগ করেছেন। রাজ্যের জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে পতিবাদে পথে নেমেছেন। রাজ্যের প্রত্যেকটি হ্যাঁ প্রতেকটি মেডিক্যাল কলেজ এ টাকার বিনিময়ে পাশ ফেল করিয়ে দেওয়া হয়।ব্যাপক হারে সেক্স ,মাদক ও চলে।যা থ্রেট কালচার হিসাবে পরিচিত।বিগত বাম আমলের শেষের দিকে বর্তমান তৃনমূল রাজত্বে ব্যাপক হারে থ্রেট কালচার তার প্রধান পরিচালক উত্তর বঙ্গ লবি। জুনিয়র ডাক্তাররা সেই থ্রেট কালচারের প্রতিবাদ করছে।বারবার দাবী করছেন আর যেন অভ্য়ার মত কাউকে মরতে না হয়।কিন্তু সরকার আর স্বাস্থ্য কর্তা র এই জুনিয়র ডাক্তারদের জন্য গুরুত্ত দিচ্ছে না।অপমান করছে।অনশনরত জুনিয়র ডাক্তারদের টয়লেট থেকে পানীয় জল থেকে বঞ্চিত করা হচ্ছে।প্রতি পদে সরকার ডাক্তারদের অপমান করা হচ্ছে। ৫০ জন ডাক্তার প্রতিবাদে ইস্তফা দিয়েছেন। নির্যাতিতার মা বাবা ও প্রতিবাদ করেছেন। বিসর্জনের পর শূন্য মঞ্চে জলা প্রদীপের মত তাদের জীবন। এই সময়ে কলকাতা উপকন্ঠে জয়নগর এক ক্লাস ফরের ছাত্রী ধর্ষিত ও খুন করা হয়েছে।মেদিনীপুরে এক বধুকে বিষ খাইয়ে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মা দুর্গার আরাধনা চলছে।এর মধ্যে দুর্গার মেয়েদের ধর্ষনের বলি হতে হচ্ছে। চার দিন ধরে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন করার পর আজ ৯অক্টোবর রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ রাত ৭-৪৫ মিনিটে আলোচনার জন্যে ডেকেছেন। ডাক্তাররা ১০ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।এই দাবির মধ্যে থ্রেট কালচার বন্ধের দাবি অনুতাম
।পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মেডিক্যাল কলেজ এবং প্রত্যেকটি সাধারণ বিশ্ব বিদ্যালয়ের অধীন ১০০ শতাংশ কলেজে হুমকি সংস্কৃতি চলছে পাশ ফেল ,ভর্তি সব ক্ষেত্রে মোটা অংকের টাকা দিতে হয়
বাইরে কোনো প্রতিবাদ নেই।নীরব বিপ্লব চলছে
রাজ্যের প্রতিটি বেসরকারি বিএড কলেজ এ সাধারণ পাশ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা পাশের জন্যে মোটা অঙ্কে নেওয়া হচ্ছে।লাখ লাখ টাকা তোলার জন্যে একজন কে গ্রেফতার করা হয়েছে। রাজ্যে শিক্ষা ব্যাবস্থায় সার্বিক দূর্নীতি চলছে। প্রতিবাদ নেই। আজ রাতে অভিনেত্রী অপর্ণা সেন ধর্না মঞ্চে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় কে ধর্না মঞ্চে উপস্থিত অনুরোধ জানান।
কোন মন্তব্য নেই