Header Ads

তীব্র দারিদ্রে ১০০ কোটির বেশি দেশের ২৪ কোটি

তীব্র দারিদ্রে ১০০ কোটির বেশি দেশের ২৪ কোটি 

বিশ্ব জুড়ে দরিদ্রের ছবিটি এখনও কতখানি ভয়ানক ফের না তুলে ধরল রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যান। ভারতের পরিস্থিতি যে আশঙ্কাজনক দেখাল সেটাও। তাদের প্রকাশিত দারিদ্র্য সূচক অনুযায়ী বিশ্ব ১১০ কোটি মানুষ তীব্র দারিদ্র্যের অন্ধকারে ডুবে রয়েছেন। তাঁর অর্ধেকই মূলত পাঁচটি দেশের। যার মধ্যে সকলের আগে ভারত। এখানে অতি দরিদ্র মানুষ ২৪.৪০ কোটি। পাকিস্তানের ৯.৩০ কোটি, ইথিয়োপিয়ায় ৮.৬০ কোটি, নাইজেরিয়া ৭.৪০ কোটি কঙ্গোতে ৬.৬০ কোটি মানুষ রয়েছেন এই তালিকায়। মোট দরিদ্র মানুষের প্রায় অর্ধেকেই শিশু। তবে আফগানিস্তানে সেই হার ৫৯%। ওই ১০০ কোটি ছাড়ানো মোট দরিদ্রের প্রায় ৪০% সংঘর্ষে জর্জরিত এবং কমজোরি দেশগুলির বাসিন্দা বলেও জানিয়েছে রিপোর্ট।
   অক্সফোর্ড ইউনিভার্সিটি উদ্যোগে ওই রিপোর্ট তৈরি করেছে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্ৰাম এবং অক্সফোর্ড পভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ। সেখানে বলা হয়েছে বিশ্ব জুড়ে দরিদ্রের ৮৩ শতাংশই গ্ৰামাঞ্চলে বাস করেন। একই আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির দক্ষিণের দেশগুলির বাসিন্দা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.