Header Ads

কাজীরাঙ্গা এখন গণ্ডার ,প্রজাপতি ,অর্কিড জন্যে বিখ্যাত


অমল গুপ্ত , কোলকাতা:দেশের রাষ্ট্রীয় উদ্যান কাজিরাঙ্গা শুধু এক খড়গ বিশিষ্ট গণ্ডার এর জন্যে বিখ্যাত নয় এখন এই সবুজ অরণ্যে ৬০০ প্রজাতির রংবেরংয়ের প্রজাপতি উদ্যানকে বিখ্যাত করে তুলেছে। উত্তর পূর্ব বিশ্ববিদ্যালয় , গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে এক গবেষণা করে এই তথ্য দিয়েছে । অধ্যাপক মনসুন জ্যোতি গগৈ গবেষণা করে কাজিরাঙ্গার পানবাড়ি জঙ্গলে 600 বেশি প্রজাতির সন্ধান পেয়েছেন। অরুণাচল প্রদেশের নামদাফা রাষ্ট্রীয় উদ্যানের পর কাজিরাঙ্ঙ্গা হবে বিশ্বের দ্বিতীয় প্রজাপতির বাসস্থান । এই কাজিরাঙ্গ তে ,800 প্রজাতির অর্কিড ফুল পাওয়া গেছে। এই কাজিরাঙ্গা আজ বিপন্ন প্রজাতির গন্ডারের জন্যে অনেক নিরাপদ।বিজেপি রাজত্বে গণ্ডার হত্যা 79,শতাংশ কমে গেছে। তবে এই বিশাল উদ্যানে অনেক জায়গা জনবসতি বন্ধ হচ্ছে না।আবার ফাইভ স্টার হোটেল ও নির্মিত হচ্ছে।যা পরিবেশ রক্ষা ক্ষেত্রে পরিকুল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তাছাড়া কাজিরাংগা অরণ্যে প্রতিদিন 300বার করে জীপ সাফারি চলছে।পেট্রোল ডিজেল চালিত জীপ প্রতিমুহূর্ত কার্বন বিষ ছড়াচ্ছে।সবুজ পাতা কুকড়ে গিয়ে মরছে।37নম্বর জাতীয় সড়ক দিয়ে 24ঘণ্টা গাড়ি চলে ব্যাটারি চালিত গাড়ি চালালে কার্বন বিষ হবে না।।প্রচণ্ড শব্দে যা 70,,80ডেসিবেল ছড়িয়ে যায়।পাশেই থাকা গণ্ডার হরিণ বাঘ ইত্যাদি জন্তুর ঘুমের ব্যাঘাত হচ্ছে। সরকার কি করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.