রত্ন হারালো দেশ। ভারতের একমাত্র সৎ ব্যবসায়ী রতন টাটা গুরুতর অসুস্থ ,সত্যিই চলে গেলেন রতন টাটা শোকস্তব্ধ সমস্ত দেশ
অমল গুপ্ত ,কোলকাতা ১০ অক্টোবর :দেশের একমাত্র সৎ ব্যবসায়ী ,রতন টাটা ৮৬ বছর বয়সে চলে গেলেন ১৯৩৬ থেকে ২০২৪ সোনালী যুগের অবসান।
দেশ শোকস্তব্ধ। ভারতে সৎ ব্যবসায়ী নেই।সবাই কোটি কোটি টাকা মুনাফা লুটে বিদেশে পালাচ্ছে।মেয়ের বিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে।দেশের ২৭ শতাংশ গরীব দরিদ্র সীমার তলে বাস করে। প্রধানমন্ত্রীর আশীর্বাদ পাওয়া এক ব্যবসায়ী দেশের বনাঞ্চল কেটে সাফ করে দিচ্ছে। আন্দামান নিকোবর দ্বীপের জঙ্গল সাফ করে অন্য রাজ্যে রোপণ করে পূরণের অদ্ভুত যুক্তি দেশ দেখছে।নিকোবর দ্বীপে বিমান বন্দর গড়ে সব জঙ্গল সাফ করা হবে। উত্তরাখণ্ড এ জঙ্গল সাফ চলছে ।তথাকথিত উন্নয়নের নামে জাতীয় রাজপথের কিনারে সব গাছ কেটে ফেলা হচ্ছে ভারতে মাথা পিছু ২৬ টি গাছ, জার্মান এ সারে তিন হাজার । এই মরশুমে দেশের একাংশ তাপপ্রবাহ চলছে।৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫০ শতাংশ উঠানামা করছে।স্বাভাবিক বৃষ্টি নেই।সব সবুজ ধংস। সব রাজ্যে জঙ্গল পাহাড় ধংস। ভূগর্ভে জল ভান্ডার দ্রুত শেষ হচ্ছে।
দেশের একমাত্র উজ্জ্বল ব্যতিক্রম ১০০ শতাংশ সৎ ব্যবসায়ী দেশের কথা চিন্তা করেন। মোট আয়ের ৬৫ শতাংশ দেশের উন্নয়নে দান করে দেন।সেই পুরোধা সবার চোখের মণি রতন টাটা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁর সুস্থ কামনায় দেশের বিভিন্ন ক্ষেত্রে মন্দির, মসজিদে প্রার্থনা জানানো হচ্ছে। মুম্বাই এর ব্রিচকান্দি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন রতন টাটা গুরুতর অসুস্থ।৮৬ বছর বয়সী বিশিষ্ট শিল্পপতি রতন টাটা কে সোমবার গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়। তাকে আর ধরে রাখা গেল না। দেশের মানুষের চোখের মণি সত্যিই চলে গেলেন।দেশের অর্থ সামাজিক ব্যাপারে রাতদিন চিন্তা করা একমাত্র সৎ ব্যবসায়ী দেশের ফুটপাথের কুকুর বিড়াল দের কথা চিন্তা করে দেশে একমাত্র পশু হাসপতালে নির্মাণ করে করেছিলেন।কিছুদিন আগে ব্রিটিশ সরকার রতন টাটাকে সর্বচ্চো সামাজিক পুরস্কার ঘোষণা করে রতন টাটা কে লন্ডনে আমন্ত্রণ জানানো হয়েছিল সেই নির্দিষ্ট দিনে রতন টাটা জরুরি বার্তা পাঠিয়ে জানিয়ে দেন তার পোষা কুকুর অসুস্থ তাই পুরস্কার আনতে আর লন্ডন যাওয়া জেবে না। তিনি লন্ডন যাননি।তিনি তার অফিস কে নির্দেশ দিতে জন রাস্তায় ফুটপাথে বসে থাকা অভুক্ত কুকুর বিড়াল কে ডেকে এনে কিছু খাওয়নার ব্যবস্থা করা হয়। এই হচ্ছেন রতন টাটা।দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,থেকে সারা বিশ্ব শোক ব্যক্ত করেছেন।ফুটপাথের কুকুর গুলো আজ অনাথ হয়ে গেল।দেশের ১০ শতাংশ বৃদ্ধ দের বেঁচে থাকার সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে।জীবনদায়ী সহ সব ঔষধের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় রতন টাটা বৃদ্ধদের সস্তা দামের সিঙ্গল শিট এর চার চাকা গাড়ীর স্বপ্ন দেখিয়েছিলেন দেশ বাসীকে। সেই স্বপ্ন অধরা থেকে গেল।দেশ বিদেশে সারা বিশ্বে টাটা ব্র্যান্ড মানেই সবচেয়ে উৎকৃষ্ট ব্র্যান্ড।যার তুলনা নেই। আজ নীতিহীন চরিত্র হীন দুর্নীতিপরায়ণ দেশে সবই ভেজাল দূষিত সেই ক্ষেত্রে টাটা ব্র্যান্ড ছিল উৎকৃষ্ট বিরল। আজ মুম্বাই নারিমান পয়েন্ট এ বিশিষ্ট শিল্প পতি রতন টাটা র মরদেহ রাখা আছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। কাল রাষ্ট্রীয় পর্যায়ে অন্তিম সৎকার অনুষ্ঠিত হবে।মহারাষ্ট্র সরকার একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
কোন মন্তব্য নেই