Header Ads

সৌর ঝড় আসছে

সৌরঝড় আসছে সতর্ক বিজ্ঞানীরা 

এক প্রকাণ্ড সৌরঝড় ধেয়ে  আসছে পৃথিবীর দিকে।
 সতর্কবার্তা জারি করেছেন সৌরবিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন বিশ্বজুড়ে এর প্রভাত পড়তে পারে।
 বিঘ্ন ঘটতে পারে বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থায়।
  তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাইনি তাঁরা।
  আচমকা সূর্যের বুকে বিস্ফোরণ এবং তার পরে আয়নিক  কণার স্রোত প্রবল শক্তি-সহ ছড়িয়ে পড়ে সৌরসংসারে। এই হল সৌর ঝড়। এর জেরে পৃথিবী চৌম্বক ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ে।  চার্জড পার্টিকল বা আয়নিক কণার ঝড়ের মুখে পড়ে পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা কৃমির উপগ্রহগুলি। ভারতীয় বিজ্ঞানীরা উপস্থিতি উপরে নজর রাখছেন। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে ইসরোর বিশেষজ্ঞেরা জানিয়েছেন এ দেশের কৃত্রিম উপগ্ৰহগুলির অপারেটরদের সর্তক থাকতে বলা হয়েছে। আগামী কয়েকটা দিন গুরুত্বপূর্ণ কারণ দিন কয়েকের মধ্যে আছড়ে পড়বে ঝড়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.