দুর্গা পুজো ভোরে আর রাতে
*কি অদ্ভূত এবারের দুর্গা পূজোর নির্ঘন্ট!*
*সবই রাতে!*
*আর ভোর রাতে!*
★ ষষ্ঠীর পূজো ভোর ছ'টায়!
★ সপ্তমীর পূজো ভোর সাড়ে পাঁচটায়,
★ অষ্টমীর পূজো আরম্ভ হবে তিনটে বেজে তিরিশ মিনিটে!
★ সন্ধি পূজো ভোর ছ'টা চব্বিশ মিনিটে,
★ নবমীর পূজো ভোর তিনটে তিরিশ মিনিটে,
★ পূষ্পাঞ্জলি চারটে তিরিশ মিনিটে!
★ নবমী, দশমী একই দিনে!
★ সকাল সাতটা তিনের মধ্যে দশমী পূজো সমাপন!
এমন পূজার নির্ঘন্ট আমি দেখি নি! অনেকেই দেখেন নি! সারা রাত জেগে পূজো এবারে মাতৃ-শক্তির!
*মায়েরও আদেশ যেন "রাত জাগো!" 🙏*
ভাবলে অবাক হতে হয়,
এবারের পূজোতেও যেন...
*রাত দখলের পালা!*
# সে দেখবে!
*আসুরী শক্তির বিনাশ---এই রাতেই হবে!*(সৌজন্যে ড রাজীব কর)
কোন মন্তব্য নেই