Header Ads

মুর্শিদাবাদ জেলার কান্দি র সিংহ পারিবারের ,৩৭৯ বছরের প্রাচীন পুজোর সোনালী ইতিহাস

অমল গুপ্ত ,কান্দি জেল রোড ',মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার প্রাচীন দুর্গা  পুজো গুলির অন্যতম কান্দি  কান্দি  প্রভাকর পাড়ার ৩৭৯ বছরের পুজো।    চার হাতের দুর্গা  প্রতিমা  আরাধনা প্রাচীন পরম্পরা মেনে বর্তমান প্রজন্মের কৃষ্ণ সুন্দর সিংহ, চির সুন্দর সিংহ  ,নটেশ সুন্দর সিংহ  সেই সোনালী অতীত মেনে অনাড়ম্বর  ভাবে পুজো করে আসছেন। এই পুজোর  আড়ম্বর নয়।বৈষ্ণব মতে পুজো হয়।কোনো বালি বিধান নেই। কান্দি রাজবাড়ী এলাকার প্রভাকর পাড়ার  সিংহ পরিবার আশপাশ একাকার মানুষ প্রাচীন পুজোতে ভিড় জমায়। প্রভাকর সিংহ পরিবার থেকে আত্মীয় স্বজন সবাই পুজোতে অংশগ্রহণ করেন।জমজমাট পুজো  সবার আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।  আবার প্রতিমা   গড়ছেন প্রশান্ত বারিক  পুজো  করেন শিক্ষক মানস মুখার্জী

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.