পুরোনো অসমীয়া ছবি
পুরনো অসমিয়া ছবির ঝলক শিবসাগর এ যখন ৯ দশকের ইতিহাস পা দিতে চলেছে তখনই আহোম সাম্রাজ্যের অতীত রাজধানীতে আর একটিও সিনেমা হল অবশিষ্ট নেই।
সিঙ্গল স্ত্রিনের বিলুপ্তির সঙ্গেই তাল মিলিয়ে এই ওটিটি-র যুগের উত্তর হয়েছে সিনেমার পোস্টারও।
অসমিয়া সিনেমার সেই বিস্মৃতপ্রায় ইতিহাসকেই শিবসাগর বারোয়ারি পুজো প্যান্ডেলের থিমে তুলে ধরেছেন কলকাতার শিল্পী সুব্রত কুমার দাস। গত বছর অতীত বনাম বর্তমান থিমের জোরে সুব্রতর হাত ধরেই রাজ্যর ১৮ হাজার পুজোর মধ্যে কম বাজেটের এই পুজোই সেরার শিরোপা পেয়েছিল। ভাই ভরসার শিল্পীর হাত এ বারেও ছাড়েনি কমিটি। সুব্রত জানান ১৯৩৫ সালে জ্যোতিপ্রসাদ আগরওয়ালের তৈরি জয়মতি থেকে অসমের সিনেমা শুরু। সেই থেকে শুরু করে বজেন বরুয়া, বিষ্ণু রাভা, ফণী শর্মা, হাজরিকার হাত ঘুরে অসমিয়া সিনেমার ইতিহাসকে বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে হাজির করা হচ্ছে তেজপুর জোনাকি, গুয়াহাটি শিবসাগরে রূপালিম, শ্রীলক্ষী টকিজের মতো অতীতে রমরমিয়ে চলা আর বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল সিনের ঐতিহ্য।
কোন মন্তব্য নেই