বাংলা - অসম নিউজ পোর্টাল "নয়া ঠাহর "আনুষ্ঠানিক উন্মোচন
নয়া ঠাহর ,কোলকাতা :বাংলা - অসম বাংলা নিউজ পোর্টাল নয়া ঠাহর আজ ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে কান্দি রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মিউজিয়ামে আনুষ্ঠানিক উন্মোচন করেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সংবাদিক রাজীব চৌধুরী। কান্দি প্রবীণ নাগরিক কান্দি সাধারণ পাঠাগারের সেক্রেটারি হেমেন্দ্র কুমার ঘোষের পৌরিহিত্যে অনুষ্ঠিত সভায় নয়া ঠাহর পুজো সংখ্যা উন্মোচন করে এবিপি আনন্দের সাংবাদিক রাজীব চৌধুরী বলেন অমল বাবু চার দশক অসমে সাংবাদিকতা করে নিজের মাটিকে ভুলে যাননি।
অসমের সঙ্গে বাংলার সম্পর্ককে মজবুত করেছেন। মুর্শিদাবাদ সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সাংবাদিক উৎপল মিত্র নয়া ঠাহর এর সম্পাদক কে কে সম্বর্ধনা জানান। প্রাক্তন লাইব্রেরীয়ান রুদ্র শংকর দাস আজকে পরিচালনার দায়িত্ব সুষ্ঠ ভাবে পালন করেছেন। বিশিষ্ট সমাজসেবী পঞ্চানন দাস সম্পাদক অমল গুপ্ত পেয়াত ভাই অশোক গুপ্তের সুখ স্মৃতি রোমন্থন করেন। কান্দি অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিল্পী লেখক পার্বতী শংকর রায় চৌধুরী উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের উপসংহারে বিশিষ্ট সাহিত্য গবেষক মিউজিয়াম এর সম্পাদক প্রণব আচার্য সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে নতুন মাত্রা এনে দেন। হেমেন্দ্র কুমার ঘোষ মন ছুয়ে যাওয়া কবিতা আবৃত্তি করে সবকে চমকে দেন। প্রাক্তন অফিসার সুপ্রভাত বাগচী স্বরচিত কবিতা পাঠ করেন। বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সম্পাদক অমল গুপ্ত আজকের সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন জল, পরিবেশ সংরক্ষণের মত জ্বলন্ত বিষয় ছাড়াও বাঙালি হিন্দুদের সমস্যা স্থান করে দেওয়া হয়েছে। কান্দি বান্ধব এর সম্পাদক নবকুমার মুখার্জী, অবসরপ্রাপ্ত লাইব্রেরীয়ান জগন্নাথ দত্ত ,সমাজ কর্মী চির সুন্দর সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আদিত্য নাথ ঘোষ আবৃত্তি করে শোনান। দুই কন্যা পায়েল মণ্ডল আর মৌমিতা দাস উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে পুষ্প স্তবক হাতে দিয়ে বরণ করেন। অনুষ্ঠানের আগে রাজ্যের বিশিষ্ট শিল্প পতি অমর চাঁদ কুণ্ডু কে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মিউজিয়াম কর্তৃপক্ষ সম্বর্ধনা জানায়।। বাঙালি শিল্পপতি বেশ কয়েকটি কলেজ স্থাপন করেছেন। গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রাক্তন ব্যাংক অফিসার গৌতম আচার্য রামধুন তথা ভজন পরিবেশন করেন। লেখক কুণাল কান্তি সিংহরায় মহাত্মা গান্ধীর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন। মহালয়ার পবিত্র তিথিতে পত্রিকা উন্মোচন সফল ভাবে সুসম্পন্ন হয়।
কোন মন্তব্য নেই