Header Ads

বাংলদেশে সনাতনী হিন্দুদের প্রতিবাদ সভার সময় হাজার হাজার শঙ্খচিল আকাশ ভরিয়ে দেয়

নয়া ঠাহর ,কোলকাতা : বাংলদেশে হিন্দু সনতনীরা জেগে উঠেছে। বাংলাদেশ  এর শহীদ  ময়দানের বিশাল  জনসভায় ইসকন মন্দির সহ বাংলাদেশের সব মন্দির, ধর্ম স্থানের সাধু   মহারাজ জি উপস্থিত থেকে মৌলবাদীদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন।এক মহারাজ যখন ধর্মের বাণীতে বলেন বাংলাদেশ তাদের জন্ম ভূমি  ,এই  দেশের জন্যে তারা রক্ত দিয়েছে। জন্ম মৃত্যুর  রহস্য ঘেরা জীবন দর্শন সম্পর্কে যখন বলেন আবার  আসিব ফিরে এই  বাংলায়  শঙ্খ চিল  শালিকের বেশে ,,, বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার শঙ্খচিল মুক্ত  আকাশে উড়তে উড়তে শুরু করে   ।এই বিস্ময়কর ঘটনা কে সমাবেশের প্রতি আশীর্বাদ ভেবে অনেকে উল্লাস প্রকাশ করেন।  বাংলাদেশের সঙ্গে ইসকন মন্দিরে পক্ষে শতাধিক দেশে ইসকন মন্দির কর্তৃপক্ষ হিন্দুদের সমর্থনে  সভা করে।  ভারত সরকার মহম্মদ ইউনূস কে পত্র দিয়ে দাবী  করে হিন্দুদের জীবন সম্পত্তি রক্ষা করার জন্যে।দুর্গমন্দির  রক্ষার দাবিও জানানো হয় ।   বাংলদেশে সেনা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দুর্গা মণ্ডপ রক্ষা করার তাগিদে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্যে। এত কিছু পরেও রাতের অন্ধকারে দুর্গা মূর্তি ভাংচুর করা হচ্ছে।এতবড় ঘটনা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বিস্ময়কর ভাবে চুপ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। গতকাল আবার  চাপাইয়েন গঞ্জ দুর্গা মূর্তি ভাঙ্গা হল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.