Header Ads

রাষ্ট্রীয স্বয়ং সেবক সংঘের শতবার্ষিকী সঙ্গে অনুকূল ঠাকুরের জন্ম শতবার্ষিকী ২০২৫ হবে

অমল গুপ্ত ,কোলকাতা অনুকূল চন্দ্র ঠাকুর পূর্ব পাকিস্থানের পাবনায় হোমিও প্যাথি ডাক্তার ছিলেন তিনি চিকিৎসার মাধ্যমে সমাজ সেবা করতেন তার মাধ্যমে জন আন্দোলন শুরু হয় বর্তমান ঝাড়খণ্ড এর দেওঘর সেই আন্দোলনের কেন্দ্র গড়ে উঠেছে। আর এস এস প্রধান মোহন ভাগবত সংঘের শত বার্ষিকী উদযাপন প্রসঙ্গে অনুকূল চন্দ্র ঠাকুরের সামাজিক অবদান সমাজ সেবা নিয়ে এই কথা জানান। বর্তমান ভারতে একমাত্র নেতা মোহন ভাগবত বাঙালি হিন্দুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব খারাপ।পশ্চিমবঙ্গে ৩০ শতাংশ জনগোষ্ঠীর দাম আছে। পশ্চিমবঙ্গে ডাক্তার হত্যার ঘটনা দেশজুড়ে দেখা গেল এই জনগোষ্ঠী চুপ ছিল।ভোট আসছে আবার জেগে উঠবে। আবার ভোট লুট রাজ্যে নিরপেক্ষ ভাবে ভোট হয়না। বাম আমলে হত না। ডাক্তারদের আমরণ অনশন চলছে।দূর্নীতি বিরোধী আন্দোলন এ সরকারের মাননীয় মুখ দেখা যাচ্ছে না। মোহন ভাগবত ও আর জি কর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ডাক্তার হত্যায় অপরাধীদের যোগ আছে বলে দাবি করেছেন।এই সরকারের এক তথাকথিত মুখপাত্র যাচ্ছেতাই ভাবে ডাক্তারদের অপমান করে যাচ্ছেন জেল খাটা এই মুখপাত্র যা খুশি বলে যাচ্ছেন। যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের বিরুদ্ধে একদিন আপত্তিজনক মন্তব্য করেছিলেন। দূর্নীতি বিরোধী আন্দোলন কে অপমান করছেন। এ বি পি আনন্দ চ্যানেল টি ঐ মুখপাত্র কে বার বার প্রচার দিয়ে চ্যানেল এর ভাবমূর্তি নষ্ট।করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.