পুজোর সময় ট্রেন দুর্ঘটনা বাগমতি এক্সপ্রেস ১২ টি বাগি লাইন টপকে যায়
নয়া ঠাহর ,কোলকাতা : পুজোর সময় তামিলনাড়ু তে তেন দুর্ঘটনা ১৯ জন আহত। বাগমতী এক্সপ্রেস সব যাত্রী দক্ষিণ ভারতের।একই লাইন মালগাড়ি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ ঘটে রেল বিভাগ পুরোপুরি ব্যর্থ দুর্ঘটনা হ্রাস করতে পারছে না। রেল এবার কর্মচারিদের ৭৮ দিনের বোনাস ঘোষণা করেছে। চলতি বছরে ১১,১২ টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। একই লাইনে দুই ট্রেনের মুখমুখী সংঘর্ষ ঘটেছে।দুটি ট্রেনে সংঘর্ষ ফলে আগুন লেগে যায়। অথচ গরীব দেশে বন্দে ভারত এর মত বিলাসী ট্রেন ছুটছে।
কোন মন্তব্য নেই