Header Ads

প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী অভিযোগ

অধীরের চিঠি 

জেলার বহু পরিযায়ী শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী পেটের টানে পড়শি রাজ্য ওড়িশায় যান। আর সেখানকার স্থানীয়রা এই সব পরিযায়ী শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হেনস্থা এবং অত্যাচার করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে পদক্ষেপ করার দাবিতে ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সোমবার তিনি ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন আমার জেলা মুর্শিদাবাদের শ্রমিক এবং ছোট ব্যবসায়ীদের অনেকেই সংসার চালানোর জন্য আপনার রাজ্যে কাজ করতে গিয়েছে। দেশের নাগরিক হিসেবে তাঁদের অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার অধিকার রয়েছে। কিন্তু তাঁরা যদি আপনার রাজ্যে গিয়ে হেনস্থা এবং অত্যাচারের শিকার হন তা হলে ওড়িশা রাজ্য সরকারের খারাপ ভাবমূর্তি দেশের কাছে পৌঁছবে। তাই পুলিশ প্রশাসনকে পদক্ষেপ করতে নির্দেশ দেওয়ার অনুরোধ করছি। আপনার পদক্ষেপের অন্য রাজ্য থেকে যাওয়া মানুষদের নিরাপত্তা নিশ্চিত হলে বাধিত হব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.