বাংলাভাষাকে ধ্রুপদি বা ক্লাসিক অভিজাত ভাষা হিসেবে কেন্দ্র স্বীকৃতি দিলেও উল্লাস উচ্ছ্বাস প্রকাশের কিছু নেই
অমল গুপ্ত ,কোলকাতা : বাঙালি কি আর বাংলা পড়ে ? সন্তানসন্ততি দে ইংরাজি মাধ্যম বিদ্যালয়ে পড়ায় ,ছেলেদের সায়েব বানাবে আর বৃদ্ধ বাবাদের বৃদ্ধাশ্রম এ পাঠায়।বাংলা ভাষা ক্লাসিক পর্যায়ে উন্নীত হলে বা কি। আর তো বাংলাতে ভাল সাহিত্য হচ্ছে না। বিশ্বে বাঙালি র বা বাংলা কথা বলা দের সংখ্যা ২৭ কোটির মত। তার মধ্যে বাঙালি হিন্দু মাত্র ৩ শতাংশ মাত্র।বাকি সব বাংলাভাষী মুসলিম। পৃথিবী জুড়ে তাদের সংখ্যা বেশি। অপরদিকে অসমে তিনকোটি মানুষের মধ্যে এক কোটির বেশি বাঙালি হিন্দু। তাই বাঙালি হিন্দুদের উচ্ছ্বাস প্রকাশের কিছু নেই। অসমে বিভিন্ন গোত্রের মুসলিম ক্ষুদ্র গোষ্ঠীকে চাপ সৃষ্টি করে তাদের মাতৃ ভাষা বাংলা ছেড়ে অসমীয়া লেখানো হচ্ছে। এর ফলে অসমীয়া সংখ্যা বাড়ছে। অপর দিকে পশ্চিমবঙ্গে মুসলিম জনগোষ্ঠীর বাড়বাড়ন্ত ৩০ শতাংশ থেকে বাড়ছে
হিন্দু কমছে।মহাম্মদ ইউনূস এর বাংলা দেশে চরম অরাজকতা চলছে। বাঙালি হিন্দুদের জীবন জ বিকার নিরাপত্তা নেই।এই জনগোষ্ঠীর বৃহত্তম উৎসব বাধা দেওয়া হচ্ছে।ভয় দেখিয়ে ব্যাপক হরে ধর্মান্তকরণ চলছে।হিন্দুদের সংখ্যা ১০ শতাংশ থেকে কমে কমে ৩ শতাংশ তে দাঁড়িয়েছে।ওই রাষ্ট্র হিন্দু কমছে। পশ্চিমবঙ্গে কমছে। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হল তাতে বাঙালি হিন্দুদের কি লাভ?অসমীয়া, বাঙালি কোন জনগোষ্ঠী ছেলেমেয়েদের অসমীয়া বা বাংলা স্কুলে পাঠায় না।দুই রাজ্যে কয়েক হাজার মাতৃ ভাষার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। তাদের কাছে ধ্রুপদি ভাষা হলে কি লাভ ?
কোন মন্তব্য নেই