Header Ads

পশ্চিমবঙ্গের আর জি কর ডাক্তার হত্যার পর জয়নগরে ক্লাস ফোরের ছাত্রী কে ধর্ষণ করে খুন, পরে এক বধু কে অপহরণ

নয়া ঠাহর ,কোলকাতা : পশ্চিমবঙ্গে আর জি কর মেডিক্যাল কলেজের  ডাক্তার পড়ুয়া  ছাত্রী হত্যার বিচার হল না। ৫৬ দিন হয়ে গেল।বিচারের দাবিতে সারা দেশ প্রতিবাদ করছে ,গত ৯ আগস্ট সরকারি হাসপতালে সরকারের ডাক্তার খুন হলেন।আজও  অপরাধীদের বিচার হল না।সিবিআই তদন্ত করছে।কোলকাতা উপকন্ঠে জয়নগর,  মহেশমারি কুলত লি এলাকায় এক গরীব ব্যবসায়ীর  সন্তান ক্লাস ফোরের নয় বছরের ছাত্রী সন্ধ্যার সময়  টিউশানির পর বাড়ি ফেরেনি। এক জলাশয় থেকে  ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।একজন  কে গ্রেফতার করা হয়েছে  বলে বারুইপুরের  এস পি পলাশ চন্দ্র ঢালী জানিয়েছেন।  ছাত্রীটির বাবা মা অভিযোগ করেছেন কুলতালি ও মহেশমারী পুলিশ ফাঁড়ি তাদের অভিযোগ নেয় নি।  বিধায়ক গণেশ মণ্ডল, তৃনমূল সাংসদ প্রতিমা মণ্ডল  ঘটনাস্থল গেলে  উন্মত্ত জনতা প্রতিবাদে ফেটে পরে। সিপিএম যুব  নেত্রী ইস্পিটা ধর  বিজেপি বিধায়ক  অগ্নিমত্র পাল প্রমুখ  মরদেহ সংরক্ষণ করতে হবে।দিনের আলোকে পোস্টমর্টেম করতে হবে। কলকাতাতে বিজেপি অবস্থান ধর্মঘট করে। জাস্টিস ফর  আর জি কর এক দাবি উঠল আর আজ  জি কর মহেশমরি দাবী উঠলো। দেশে প্রতি ১৬ মিনিটে একজন ধর্ষনের শিকার হচ্ছে। ভারতের ৭৫ বছর স্বাধীনতা দিবস বর্ষ উদযাপন চলছে আর দেশের অর্ধাকাশ স্বরূপ ৭৫ কোটি মহিলার নিরাপত্তা দিতে পারছে না ভারত সরকার। প্রতিদিন প্রতি মিনিটে এই দেশে ধর্ষনের  ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশে দিল্লী আগে আছে।ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার হওয়া   অভিযুক্তদের লাল কার্পেটে সম্বর্ধনা দেওয়া ঘটনা এই দেশেই আছে। পূর্ব মেদিনীপুরে ভুপুতি নগরে এক বধুকে  কীটনাশক ঔষধ খাইয়ে ধর্ষণ করে হত্যা করা হয়।পশ্চিমবঙ্গে  প্রতিদিন ধর্ষনের ঘটনা ঘটছে। সরকার নীরব। মোস্তাকিম সর্দার নামে এক যুবক মেয়েটিকে সাইকেলে চাপিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছিল বলে আজ আনন্দ বাজারে বেরিয়েছে।। আজ কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে  পাকসো আইনের ধারা কেন দেওয়া হয়নি।  আগামী কাল কেন্দ্রীয় হাসপতালে কল্যানী এআইএমএস পোস্টমর্টেম করার কথা জানা গেছে।












কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.