Header Ads

সৎসঙ্গ র শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি



*দেওঘর সৎসঙ্গ আশ্রমে জনস্রোত, সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী উদযাপনে ব্যাপক সাড়া*

*সানি রায়,দেওঘর:* সৎসঙ্গ আশ্রম দেওঘরে জন-প্লাবন। ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে অবস্থিত আধ্যাত্মিক প্রেরণাস্থল সৎসঙ্গ আশ্রমে দুদিন ব্যাপী উৎসবের সূচনা হয় শনিবার সকালে। শনিবার ও রবিবার দুদিনের সারাদিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি নিয়ে শুরু হয়েছে উৎসব। মূল উৎসব হলো সৎসঙ্গ আশ্রম দেওঘরে "শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭ তম জন্মবার্ষিকী এবং সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী"। আর এই মহোৎসবে যোগদান করতে সারা ভারত থেকে ছুটে এসেছে ভক্তরা। দুদিনের উৎসবে কম করেও ৯ থেকে সাড়ে ন লাখ ভক্তের আগমনে দেওঘর এক প্রকারের জন সমুদ্রে পরিণত হয়েছে। মানুষ আর মানুষ,সবাই আবেগ প্রবণতা নিয়ে ঠাকুরবাড়িতে ছুটে এসেছে। সকাল দশটা থেকে ভক্তদের উদ্দেশ্যে আনন্দ বাজারে মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে। শনিবার সকালে সমবেত প্রার্থনা এবং উষা কীর্তন শেষে উৎসবের সূচনা হয়। সকাল সাড়ে সাতটায় বিশ্ব শান্তি কামনায় এবং সৎসঙ্গীদের সুদীর্ঘ সুন্দর জীবন কামনায় স্বস্ত্যয়ন মহাযজ্ঞ  সহ পূজার্চনা সম্পন্ন হয়। সকাল আটটা থেকে ই আচার্য নাট মণ্ডপে আচার্য্য  প্রণাম - ও দর্শন শুরু হয়। দশটা থেকে শুরু হয় আনন্দবাজার এর প্রসাদ বিতরণ,চলে বিকেল তিনটা অবধি। সন্ধ্যা ৫ টা ১৫ মিনিটে সমবেত প্রার্থনা - নাম জপ - বাণী পাঠ হয়। তারপর দেওঘর ঠাকুর বাড়ি প্রাঙ্গণে জায়গা বিশেষে ১০ টা করে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আসর বসে। সবকটা তে ঠাকুর এর ভাবধারা ও জীবন চলনা এবং বাঁচা বাড়া কে কেন্দ্র করে ই চলে গান কীর্তন সঙ্গীত পরিবেশন।এতে উপস্থিত ভক্তগণ-দের মনে প্রেরণা ও আনন্দ যোগায়। রাত ৮ থেকে আবার আনন্দ বাজারে মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয় রাত ১১ টা অবধি। সবমিলিয়ে দুদিনের এই সৎসঙ্গ নিবন্ধন শতবার্ষিকী এবং ঠাকুরের ১৩৭ তম জন্মবার্ষিকী দেশজুড়ে ব্যাপক সাড়া যোগায়।

ছবি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.