Header Ads

১৭ দিন পরে জুনিয়র ডাক্তাররা অনশন প্রত্যাহার করলেন ,রাজ্যে ঝড় তুফান আসছে মুখ্যমন্ত্রী সতর্ক করলেন

অমল গুপ্ত ,কোলকাতা:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়   ধর্মঘট করা জুনিয়র ডাক্তার দের সব দাবি  মানেননি  ,তারপরেও  ডাক্তাররা ১৭দিনের অনশন প্রত্যাহার করে নেন। নির্যাতিতা র বাবা র হাতে ফলের রস  খেয়ে  অনশন প্রত্যাহার করেন। অনিকেত মাহাতো , আশীষ হালদার  প্রমুখ  জুনিয়র ডাক্তাররা  মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় যোগ দিয়ে    কড়া  সব শব্দ প্রয়োগ করে পাল্টা মুখ্যমন্ত্রীকে  বেকায়দায় ফেলে দেন। অনিকেত অভিযোগ করেন  সাগর দত্ত হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ  এ থ্রেট কালচার চলছে।   ডাক্তাররা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত ঘোষণা করেন। মুখ্য মন্ত্রী অভিযোগ  করেন উত্তরবঙ্গ সহ অনেক মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল রা রাজনীতি করেন। বলেন অভিযোগ প্রমাণিত না হলে স্বাস্থ্য সচিব কে সরানো হবে না। আন্দোলনকারীরা অভিযোগ করেন সরকার সাধারণ মানুষের কথা ভাবেন না। তবুও তারা আন্দোলন তুলবে না। নির্যাতিতা র বাবা মায়ের অনুরোধ মেনে অনশন প্রত্যাহার করেন। ন্যায়ের দাবিতে দরকার পড়লে আবার আন্দোলন করবো। মুখ্যমন্ত্রী ঠাট্টা করে বলেন আন্দোলনকারীরা বিচার চাই না চেয়ার চাই। আজকের বৈঠক এলাইফ স্ট্রিমিং করা হয়।অথচ আগে মুখ্যমন্ত্রী  আপত্তি জানিয়ে ছিলেন। বিরূপাক্ষ  বিশ্বাস,  অভিক দে ছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এর  ঘনিষ্ট তারা  থ্রেট কালচার চালায়   তাদের নাম আন্দোলনকারীরা উত্থাপন করলে মুখ্যমন্ত্রী  আপত্তি করেন।  যারা উপস্থিত ছিলেন না তাদের নাম দেওয়া উচিত নয়। অনিকেত বলেন যে ৫১  জন ডাক্তার  কে সাসপেন্ড করা হয়েছে। তারা থ্রেট কালচার চালাচ্ছিল।আন্দোলনকারীরা অভিযোগ করেন কলেজের  প্রিন্সিপাল সন্দীপ ঘোষ  জুনিয়র ডাক্তারদের  তার চেম্বারে ঢোকার অনুমতি দিতেন না।বাইরে তিনঘন্টা  অপেক্ষা করতে হত। অনশন কারী ডাক্তার রিমেলিকা কুমার জানান নির্যাতিতা র বাবা মায়ের অনুরোধ মেনে তারা অনশন প্রত্যাহার করেন।প্রসঙ্গত পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত অবনতি ঘটেছে।প্রতিটি মেডিক্যাল কলজে প্রত্যেকটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ গুলিতে  থ্রেট কালচার চলছে।বেসরকারি বিএড কলেজ গুলিতে অবস্থা আরও খারাপ।  মার্চ মাসের ২০২৫ এর মধ্যে নির্বাচন করা হবে। ,,,নির্যাতিতার বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে এক স্মারক পত্র দিয়ে মেয়ের হত্যাকাণ্ডের বিচার তরান্বিত করার আর্জি জানিয়েছেন।

,

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.