Header Ads

১৯৮১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঞ্জাব মরুভূমির দিকে এগোচ্ছে

নয়া ঠাহর কলকাতা : পাঞ্জাব হরিয়ানা  উত্তরপ্রদেশে উচ্চ ফলনশীল    ধান চাল উৎপাদনের জন্যে হলের প্রয়োজন ৩০ শতাংশ থেকে বেড়ে গেছে।১৯৮১ সালের পর ফসলি জমি ভূগর্ভে জলস্তর গড়ে ৮ ফুট নেমেছে।মধ্যপ্রদেশে শুকিয়ে যাওয়া কুয়োর সংখ্যা বেড়ে গেছে। পাঞ্জাব কোন কোন জায়গায় জল স্তর ৩০ ফুট পর্যন্ত নেমে গেছে। জমিতে উচ্চ ফলনশীল চাষে  রাসায়নিক সার বেশি ব্যবহার করা হয়।কীটনাশক ঔষধ বেশি ব্যবহারের ফলে উৎপাদন বেড়ে গেলেও জমির উর্বরতা কমে গেছে।জমি বাজা হয়ে গেছে।প্রচণ্ড জল কষ্ট শুরু হয়েছে। কৃষক আন্দোলন করা পাঞ্জাব হরিয়ানার কৃষক গরীব নয়  । সবার  গাড়ি আছে ট্রাক  টর আছে  গাড়ি আছে। তারা বেশি পরিমাণ রাসায়নিক সার বেশি ব্যবহার করে। বেশি জল ব্যবহার করে। তাদের বিরুদ্ধে কথা বলা যায়না।উত্তর পূর্বাঞ্চল  এর গরীব কৃষকদের সঙ্গে তুলনা করা  যায় না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.