Header Ads

টাঙ্গো ,টিটো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে

অমল গুপ্ত ,কোলকাতা : দেশের বিশিষ্ট শিল্পপতি রতন টাটা , র মৃত্যুতে  তাঁর  প্রাণের প্রিয় গোয়া  টিটো অনাথ হয়ে গেল। প্রিয়  কুকুর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।২০১৮ সালে ব্রিটিশ সরকার রতন  টাটা কে" লাইফ টাইম  অচিভ মেন্ট  "পুরস্কার ঘোষণা করেছিল।সেই মত প্রিন্স চার্লস তাঁকে আমন্ত্রণ জানান। রতন টাটা ১১ বার জরুরি বার্তা পাঠিয়ে কর্তৃপক্ষ কে   জানান তার প্রিয় কুকুর টিটো আর ট্যাঙ্গো অসুস্থ হয়ে পড়েছে,  তাই  লন্ডন যাওয়া  সম্ভব  নয়। এই কথা শুনে ব্রিটেন রাজ কুমার চার্লস প্রতিক্রিয়া ব্যক্ত করে  বলে ছিলেন এই হচ্ছেন রতন টাটা।যার কাছে অর্থ, পদ, মর্যাদা  বিলাসিতা    কিছুই নয় সবই মূল্যহীন । কিছুদিন আগে রতন  টাটা  কড়া নির্দেশ দেন তাঁর  সেভেন স্টার তাজ হোটেলের  বারান্দা তে যে সব পথ কুকুর এসে বসবে তাদের যেন  তাড়ানো না হয় ,  তাদের খেতে দেওয়া হয়।যেন মারধোর করা না হয় বলে সতর্ক করে দেন। তিনি একমাত্র শিল্পপতি  দেশের জন্যে,পথ কুকুর ,বিড়াল দের চিকিৎসা জন্যে বড় হাসপাতাল গড়ে দিয়েছিলেন। প্রতিবেশী শান্তনু নাইডু পাড়ার এক কুকুর গাড়ি চাপা পড়েছিল। ছেলেটি সেই আহত কুকুরের  চিকিৎসা কাটিয়েছিল সেই কথা শুনে রতন টাটা ডেকে পাঠান ছেলেটিকে বন্ধু হিসাবে গ্রহন করেন।সেই থেকে হাঁটুর বয়সী শান্তনু  রতন টাটা র সর্বক্ষণের বন্ধু হিসাবে পাশে  থাকেন।আজ শান্তনু শোকে কাতর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.