Header Ads

ঘূর্ণিঝড় ধাক্কা দিচ্ছে পুরীতে

নিম্নচাপের বার্তায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা 
 বর্ষা পাততাড়ি গুটিয়ে নিয়েছে‌। তার পরেই ফের বঙ্গোপসাগরে দানা বাঁধতে চলেছে একটি গভীর নিম্নচাপ। কালীপুজো, দীপাবলির আগে সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে চেহারা নেবে কি না তা নিয়ে চর্চা শুরু হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত একটি বেসরকারি ওয়েবসাইট ইউরোপীয় গাণিতিক মডেল অনূসরন করে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে।
   তবে কেন্দ্রীয় আবহাওয়া দফতর শুক্রবার পর্যন্ত কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয়নি। তারা জানিয়েছে আগামীকাল রবিবার আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামী মঙ্গলবার সেটি নিম্নচাপের চেহারা নেবে এবং বৃহস্পতিবার সেটি নিম্নচাপে পরিণত হবে।
   আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের একাংশ বলছেন ঘূর্ণাবর্ত এখনও দানা বাঁধেনি। সেটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত না হওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া ঠিক হবে না। কারণ আবহাওয়া নানা অনুষঙ্গের হেরফেরে পরিস্থিতি বদল হতে পারে। তবে তাঁরা এ-ও মেনে নিয়েছেন যে বর্ষার বিদায় থেকে শীত আসা পর্যন্ত সময়কাল ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়। তাই এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.